সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে দোয়া মাহফিলে বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের বিপক্ষে কথা বলতে গিয়ে তোপের মুখে পড়েন কাদের সিদ্দিকী (বীরউত্তম)। এ সময় উত্তেজিত বিএনপির নেতা-কর্মীরা দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আজ বুধবার সখীপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে কাদের সিদ্দিকীর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীরউত্তম) আজ বিকেলে তাঁর বাসভবনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে নিয়ে সমন্বয় সভা ডাকেন।
অপর দিকে নির্ধারিত সময়ের আগে বাসভবনের সামনের একটি মসজিদের মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই আয়োজনের কয়েকটি মাইক কাদের সিদ্দিকীর বাসার সামনেও টাঙানো হয়।
বিকেল ৪টার দিকে কাদের সিদ্দিকী নিজের বাসায় আসেন। পরিস্থিতি দেখে তিনি প্রয়াত খালেদা জিয়ার জন্য এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তিনি নিজের সমন্বয় সভা স্থগিত ঘোষণা করে পরদিন (বৃহস্পতিবার) করার সিদ্ধান্ত দেন।
পরে কাদের সিদ্দিকী বিএনপির দোয়া মাহফিলে গিয়ে বলেন, ‘আপনারা দোয়ার আয়োজন করেছেন, এটা আমি জানতাম না। আপনাদের সম্মান জানিয়ে আমি আজকের মিটিং কালকে দিয়েছি। আমি চাই, সুষ্ঠু ও সুন্দর ভোট হোক।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি বিএনপির বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন করি নাই। বিএনপির নেতা (আহমেদ আযম খান) একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে মারার জন্য, অপমান করার জন্য, একজন মুক্তিযোদ্ধার পিঠের চামড়া তোলার কথা বলার জন্য তাঁর বিরুদ্ধে এই আসনের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছি।’
এ সময় উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা তাঁর কথার বিরোধিতা করে সবাই দাঁড়িয়ে যান। পরে কাদের সিদ্দিকী সভাস্থল ত্যাগ করেন। তাৎক্ষণিক এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
উপজেলা বিএনপির সহসভাপতি মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দোয়া মাহফিলটি পূর্বনির্ধারিত ছিল। ওখানে গিয়ে উনি (কাদের সিদ্দিকী) কথা বলতে চাইলে সম্মান জানিয়ে আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু উনি এমন একটি বাক্য বললেন, যার কারণে আমাদের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।’
উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কাদের সিদ্দিকী (বীরউত্তম) সম্প্রতি লাবীব গ্রুপের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন দেন।
সমর্থনের বিষয়ে তিনি প্রায়ই বলে থাকেন, ‘আমরা বিএনপির বিরুদ্ধে নয়। তবে এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমানজনক কথা বলেছেন। এ কারণে আমরা আযম খানের বিরুদ্ধে।’

টাঙ্গাইলের সখীপুরে দোয়া মাহফিলে বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের বিপক্ষে কথা বলতে গিয়ে তোপের মুখে পড়েন কাদের সিদ্দিকী (বীরউত্তম)। এ সময় উত্তেজিত বিএনপির নেতা-কর্মীরা দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আজ বুধবার সখীপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে কাদের সিদ্দিকীর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীরউত্তম) আজ বিকেলে তাঁর বাসভবনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে নিয়ে সমন্বয় সভা ডাকেন।
অপর দিকে নির্ধারিত সময়ের আগে বাসভবনের সামনের একটি মসজিদের মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই আয়োজনের কয়েকটি মাইক কাদের সিদ্দিকীর বাসার সামনেও টাঙানো হয়।
বিকেল ৪টার দিকে কাদের সিদ্দিকী নিজের বাসায় আসেন। পরিস্থিতি দেখে তিনি প্রয়াত খালেদা জিয়ার জন্য এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তিনি নিজের সমন্বয় সভা স্থগিত ঘোষণা করে পরদিন (বৃহস্পতিবার) করার সিদ্ধান্ত দেন।
পরে কাদের সিদ্দিকী বিএনপির দোয়া মাহফিলে গিয়ে বলেন, ‘আপনারা দোয়ার আয়োজন করেছেন, এটা আমি জানতাম না। আপনাদের সম্মান জানিয়ে আমি আজকের মিটিং কালকে দিয়েছি। আমি চাই, সুষ্ঠু ও সুন্দর ভোট হোক।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি বিএনপির বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন করি নাই। বিএনপির নেতা (আহমেদ আযম খান) একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে মারার জন্য, অপমান করার জন্য, একজন মুক্তিযোদ্ধার পিঠের চামড়া তোলার কথা বলার জন্য তাঁর বিরুদ্ধে এই আসনের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছি।’
এ সময় উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা তাঁর কথার বিরোধিতা করে সবাই দাঁড়িয়ে যান। পরে কাদের সিদ্দিকী সভাস্থল ত্যাগ করেন। তাৎক্ষণিক এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
উপজেলা বিএনপির সহসভাপতি মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দোয়া মাহফিলটি পূর্বনির্ধারিত ছিল। ওখানে গিয়ে উনি (কাদের সিদ্দিকী) কথা বলতে চাইলে সম্মান জানিয়ে আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু উনি এমন একটি বাক্য বললেন, যার কারণে আমাদের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।’
উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কাদের সিদ্দিকী (বীরউত্তম) সম্প্রতি লাবীব গ্রুপের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন দেন।
সমর্থনের বিষয়ে তিনি প্রায়ই বলে থাকেন, ‘আমরা বিএনপির বিরুদ্ধে নয়। তবে এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমানজনক কথা বলেছেন। এ কারণে আমরা আযম খানের বিরুদ্ধে।’

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম রবিনকে ছিনতাই করা একটি পিকআপ ভ্যানসহ পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার ভোরে শ্রীনগর উপজেলার জমজম টাওয়ার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,
২৪ মিনিট আগে
নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় সুমিত্রা রানী ওরফে পাতা (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুই নারী।
৩১ মিনিট আগে
দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আসছেন আজ বুধবার। তাঁর আগমন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে চলছে নানা আয়োজন। রান্না করা হচ্ছে ৪০ হাঁড়ি আখনি।
৪৩ মিনিট আগে
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও তাঁর স্ত্রী নুসরাত জাহানের নামে থাকা ফ্ল্যাট সিলগালা করা হয়েছে।
১ ঘণ্টা আগে