শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার বিচারপ্রার্থী বাবাকে মারধরের ঘটনায় এবার মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনকে জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্যের অপরাধের দায় বাহিনীর নয়। যে সদস্য অপরাধ করেছেন, দায় তাঁকেই নিতে হবে। মানিকগঞ্জের শিবালয় থানায় গত শনিবার সন্ধ্যায় শিশু ধর্ষণচেষ্টার বিচারপ্রার্থীকে পুলিশ প্রহার করে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত এএসআই আরিফকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এরপর সোমবার রাতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে শিবালয় থানার ওসি মো. শাহীনকে মানিকগঞ্জ থেকে প্রত্যাহার করে মাদারীপুর জেলায় সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ওসি মো. শাহীন জানান, ঘটনার সময় তিনি থানায় ছিলেন না। ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন থানার ভেতরে বিচারপ্রার্থীকে মারধর করেন। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আমাকে মানিকগঞ্জ থেকে মাদারীপুর জেলায় বদলি করা হয়েছে। আদেশ প্রাপ্তির পর শিবালয় থানার ওসি (তদন্ত) শেখ ফরিদ আহমেদের কাছে দায়িত্বভার বুঝে দেওয়া হয়েছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে মানিকগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, শিবালয়ের থানার ভেতরে একজন পুলিশ সদস্য কর্তৃক বিচারপ্রার্থীকে মারধরের ঘটনা মিডিয়ায় প্রকাশ হওয়ায় পুলিশের ইমেজ কিছুটা হলেও ক্ষুণ্ন হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এএসআই ঘটনাটি ঘটালেও থানার ওসি হিসেবে মো. শাহীন কোনোভাবেই এর দায় এড়িয়ে যেতে পারেন না। এ ছাড়া ঘটনার সময় থানায় কে কে উপস্থিত ছিলেন তাঁদের ভূমিকাও কী ছিল সব বিষয়ে তদন্ত করা হচ্ছে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে।

শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার বিচারপ্রার্থী বাবাকে মারধরের ঘটনায় এবার মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনকে জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্যের অপরাধের দায় বাহিনীর নয়। যে সদস্য অপরাধ করেছেন, দায় তাঁকেই নিতে হবে। মানিকগঞ্জের শিবালয় থানায় গত শনিবার সন্ধ্যায় শিশু ধর্ষণচেষ্টার বিচারপ্রার্থীকে পুলিশ প্রহার করে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত এএসআই আরিফকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এরপর সোমবার রাতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে শিবালয় থানার ওসি মো. শাহীনকে মানিকগঞ্জ থেকে প্রত্যাহার করে মাদারীপুর জেলায় সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ওসি মো. শাহীন জানান, ঘটনার সময় তিনি থানায় ছিলেন না। ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন থানার ভেতরে বিচারপ্রার্থীকে মারধর করেন। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আমাকে মানিকগঞ্জ থেকে মাদারীপুর জেলায় বদলি করা হয়েছে। আদেশ প্রাপ্তির পর শিবালয় থানার ওসি (তদন্ত) শেখ ফরিদ আহমেদের কাছে দায়িত্বভার বুঝে দেওয়া হয়েছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে মানিকগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, শিবালয়ের থানার ভেতরে একজন পুলিশ সদস্য কর্তৃক বিচারপ্রার্থীকে মারধরের ঘটনা মিডিয়ায় প্রকাশ হওয়ায় পুলিশের ইমেজ কিছুটা হলেও ক্ষুণ্ন হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এএসআই ঘটনাটি ঘটালেও থানার ওসি হিসেবে মো. শাহীন কোনোভাবেই এর দায় এড়িয়ে যেতে পারেন না। এ ছাড়া ঘটনার সময় থানায় কে কে উপস্থিত ছিলেন তাঁদের ভূমিকাও কী ছিল সব বিষয়ে তদন্ত করা হচ্ছে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে