Ajker Patrika

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ ছাত্র-জনতার। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ ছাত্র-জনতার। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন বিক্ষোভকারীরা।

আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র।

উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকা থেকে মিছিল শুরু করে বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দার ওই আন্দোলন কর্মসূচিতে প্রায় ৩০ মিনিট এই মহাসড়ক বন্ধ ছিল।

টেকনাফ সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে স্কুলশিক্ষার্থী আফরান আহত হওয়ার ঘটনা, তার উন্নত চিকিৎসার দাবি এবং মাইন বিস্ফোরণে মো. হানিফ নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

মশালমিছিলটির নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হোয়াইক্যং ইউনিয়ন শাখার নেতারা ও স্থানীয় লোকজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত