রিমন রহমান, রাজশাহী

আকারে খুবই ছোট, নরম দেহ। গায়ে সাদা মোমের মতো স্তর। দেখতে চিনির দানার মতো। তাই কৃষকেরা এই পোকার নাম দিয়েছেন ‘চিনিপোকা’। এরা পানগাছের পাতা, কাণ্ড ও ডগায় দলবেঁধে থাকে। রস চুষে খায়। ফলে পাতায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তামাটে দাগ দেখা দেয়। কোনোভাবেই পানবরজের এ রোগ দমন করতে পারছেন না রাজশাহীর চাষিরা।
পানচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর আগে তাঁরা প্রথম চিনিপোকার আক্রমণ দেখতে পান। তারপর বহু কীটনাকশক স্প্রে করেছেন; কিন্তু লাভ হয়নি। কেউ ব্যবহার করেছেন নিমের তেল। কেউ পানিতে মরিচের গুঁড়া ও হ্যান্ডওয়াশ মিশিয়ে স্প্রে করেছেন। কেউ আবার পানিতে গুল ও উকুননাশক শ্যাম্পু স্প্রে করেছেন। তাতেও কোনো কাজ হয়নি।
রাজশাহীর মোহনপুর, পবা, দুর্গাপুর, বাগমারা ও পুঠিয়া উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে পানবরজ রয়েছে। বছরে এসব বরজ থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার পান বিক্রি হয়। পানের এই বাজার রাজশাহীর আমের বাজারের চেয়েও বড়। রাজশাহীর মিষ্টিপানের সুনামও সবখানে। তাই গত বছর ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘রাজশাহীর মিষ্টিপান’। এই মিষ্টিপানের রসই চুষে খাচ্ছে চিনিপোকা।
পানচাষি মোশাররফ হোসেন জানান, তিন বছর আগে তাঁরা প্রথম চিনিপোকার আক্রমণ দেখেন। চিনিপোকা ওঠে মাটি থেকে। তাপমাত্রা বেশি থাকলে এ পোকার আক্রমণ বেশি হয়। তবে শীতেও দেখা যায়। বৃষ্টি হলে এ পোকা পাতা থেকে ধুয়ে যায়। চিনির মতো দেখতে এ পোকায় হাত দিলেই গলে যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, ‘চিনিপোকার আক্রমণ থাকা পান গ্রহণ করলে হালকা বিষক্রিয়া হতে পারে। এ ধরনের পান একাধিকবার গ্রহণ করলে বমি, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, পেটের অস্বস্তি কিংবা অরুচির মতো সমস্যা দেখা দিতে পারে। আর দীর্ঘমেয়াদে গ্রহণ করা হলে ক্যানসারের ঝুঁকি আছে।’
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা জানান, বরজে গিয়ে তাঁরা চিনিপোকার কথা জানতে পারেন। এর জন্য এখন পর্যন্ত আলাদা কোনো কীটনাশক নেই।

আকারে খুবই ছোট, নরম দেহ। গায়ে সাদা মোমের মতো স্তর। দেখতে চিনির দানার মতো। তাই কৃষকেরা এই পোকার নাম দিয়েছেন ‘চিনিপোকা’। এরা পানগাছের পাতা, কাণ্ড ও ডগায় দলবেঁধে থাকে। রস চুষে খায়। ফলে পাতায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তামাটে দাগ দেখা দেয়। কোনোভাবেই পানবরজের এ রোগ দমন করতে পারছেন না রাজশাহীর চাষিরা।
পানচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর আগে তাঁরা প্রথম চিনিপোকার আক্রমণ দেখতে পান। তারপর বহু কীটনাকশক স্প্রে করেছেন; কিন্তু লাভ হয়নি। কেউ ব্যবহার করেছেন নিমের তেল। কেউ পানিতে মরিচের গুঁড়া ও হ্যান্ডওয়াশ মিশিয়ে স্প্রে করেছেন। কেউ আবার পানিতে গুল ও উকুননাশক শ্যাম্পু স্প্রে করেছেন। তাতেও কোনো কাজ হয়নি।
রাজশাহীর মোহনপুর, পবা, দুর্গাপুর, বাগমারা ও পুঠিয়া উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে পানবরজ রয়েছে। বছরে এসব বরজ থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার পান বিক্রি হয়। পানের এই বাজার রাজশাহীর আমের বাজারের চেয়েও বড়। রাজশাহীর মিষ্টিপানের সুনামও সবখানে। তাই গত বছর ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘রাজশাহীর মিষ্টিপান’। এই মিষ্টিপানের রসই চুষে খাচ্ছে চিনিপোকা।
পানচাষি মোশাররফ হোসেন জানান, তিন বছর আগে তাঁরা প্রথম চিনিপোকার আক্রমণ দেখেন। চিনিপোকা ওঠে মাটি থেকে। তাপমাত্রা বেশি থাকলে এ পোকার আক্রমণ বেশি হয়। তবে শীতেও দেখা যায়। বৃষ্টি হলে এ পোকা পাতা থেকে ধুয়ে যায়। চিনির মতো দেখতে এ পোকায় হাত দিলেই গলে যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, ‘চিনিপোকার আক্রমণ থাকা পান গ্রহণ করলে হালকা বিষক্রিয়া হতে পারে। এ ধরনের পান একাধিকবার গ্রহণ করলে বমি, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, পেটের অস্বস্তি কিংবা অরুচির মতো সমস্যা দেখা দিতে পারে। আর দীর্ঘমেয়াদে গ্রহণ করা হলে ক্যানসারের ঝুঁকি আছে।’
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা জানান, বরজে গিয়ে তাঁরা চিনিপোকার কথা জানতে পারেন। এর জন্য এখন পর্যন্ত আলাদা কোনো কীটনাশক নেই।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
১৭ মিনিট আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে