নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের ‘ডিপ্লোমা সন্ত্রাস’ আখ্যা দিয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সাইবার ক্রাইমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেন।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ করে প্রকৌশলী অধিকার আন্দোলন নামের একটি সংগঠন।
বিকেল ৫টায় বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শুরু করে ঢাবির কার্জন হল ঘুরে রাজধানীর শাহবাগের জাদুঘরে এসে শেষ করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি (বুটেক্স), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইউএসটি) প্রকৌশলী শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বুটেক্সের শিক্ষার্থী প্রিয়ন্তি বলেন, ‘ডিপ্লোমারা জবাই করে হত্যা করার হুমকি দিয়েছে। ফেসবুকে কমেন্ট বক্সে সরাসরি ধর্ষণের হুমকি দিয়েছে।’
প্রিয়ন্তি এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘একজন পুলিশ কনস্টেবল রিফাত নাম করে বুয়েটের ২০২১-২২ বর্ষের একটি মেয়েকে ফেসবুক মেসেঞ্জারে ধর্ষণের হুমকি দিয়েছে। এ ধরনের হুমকি তারা কীভাবে দিতে পারে? আমরা এদের বিচার চাই।’
বুয়েটের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হুমকি দাতা পুলিশ কনস্টেবল রিফাতকে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ‘প্রকাশ্যে ডিপ্লোমারা স্লোগান দিচ্ছে একটা একটা বুটেক্স ধর, ধরে ধরে জবাই কর। এ ধরনের ঘটনা ন্যক্কারজনক। এ ছাড়া একজন পুলিশ কনস্টেবল সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের এক বোনকে ধর্ষণের হুমকি দেয়। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর কোনো হামলা বা হুমকি দিলে আমরা বসে থাকব না।’
বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রকৌশলীর ওপর যদি হামলা বা হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে চুপ করে আমরা বসে থাকব না। আমরা যেকোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে আছি, থাকব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জামিউল হাসান জামিল বলেন, ‘ডিপ্লোমাদের শিক্ষার অভাব রয়েছে। নাহলে তারা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এভাবে হত্যা বা ধর্ষণের হুমকি দিতে পারে না। আমরা আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করেই ছাড়ব।’
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। দশম গ্রেডে যেন উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিরাও আবেদন করতে পারেন, সেই ব্যবস্থা করা। শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যাঁরা সম্পন্ন করবেন, তাঁরাই যেন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।
বিক্ষোভ মিছিলে ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘বুটেক্সের ভয় নাই, রাজপথ ছাড়ে নাই’, ‘আয় ডিপ্লোমা দেখে যা, আসছে তোর বাপেরা’, ‘কোটার নামে অবিচার বন্ধ কর, বন্ধ কর’সহ নানা স্লোগান দেন প্রকৌশলী শিক্ষার্থীরা।

রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের ‘ডিপ্লোমা সন্ত্রাস’ আখ্যা দিয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সাইবার ক্রাইমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেন।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ করে প্রকৌশলী অধিকার আন্দোলন নামের একটি সংগঠন।
বিকেল ৫টায় বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শুরু করে ঢাবির কার্জন হল ঘুরে রাজধানীর শাহবাগের জাদুঘরে এসে শেষ করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি (বুটেক্স), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইউএসটি) প্রকৌশলী শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বুটেক্সের শিক্ষার্থী প্রিয়ন্তি বলেন, ‘ডিপ্লোমারা জবাই করে হত্যা করার হুমকি দিয়েছে। ফেসবুকে কমেন্ট বক্সে সরাসরি ধর্ষণের হুমকি দিয়েছে।’
প্রিয়ন্তি এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘একজন পুলিশ কনস্টেবল রিফাত নাম করে বুয়েটের ২০২১-২২ বর্ষের একটি মেয়েকে ফেসবুক মেসেঞ্জারে ধর্ষণের হুমকি দিয়েছে। এ ধরনের হুমকি তারা কীভাবে দিতে পারে? আমরা এদের বিচার চাই।’
বুয়েটের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হুমকি দাতা পুলিশ কনস্টেবল রিফাতকে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ‘প্রকাশ্যে ডিপ্লোমারা স্লোগান দিচ্ছে একটা একটা বুটেক্স ধর, ধরে ধরে জবাই কর। এ ধরনের ঘটনা ন্যক্কারজনক। এ ছাড়া একজন পুলিশ কনস্টেবল সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের এক বোনকে ধর্ষণের হুমকি দেয়। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর কোনো হামলা বা হুমকি দিলে আমরা বসে থাকব না।’
বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রকৌশলীর ওপর যদি হামলা বা হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে চুপ করে আমরা বসে থাকব না। আমরা যেকোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে আছি, থাকব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জামিউল হাসান জামিল বলেন, ‘ডিপ্লোমাদের শিক্ষার অভাব রয়েছে। নাহলে তারা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এভাবে হত্যা বা ধর্ষণের হুমকি দিতে পারে না। আমরা আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করেই ছাড়ব।’
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। দশম গ্রেডে যেন উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিরাও আবেদন করতে পারেন, সেই ব্যবস্থা করা। শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যাঁরা সম্পন্ন করবেন, তাঁরাই যেন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।
বিক্ষোভ মিছিলে ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘বুটেক্সের ভয় নাই, রাজপথ ছাড়ে নাই’, ‘আয় ডিপ্লোমা দেখে যা, আসছে তোর বাপেরা’, ‘কোটার নামে অবিচার বন্ধ কর, বন্ধ কর’সহ নানা স্লোগান দেন প্রকৌশলী শিক্ষার্থীরা।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে