নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সরকারি কলেজের জায়গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন নির্মাণের জন্য হস্তান্তর না করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে আজ সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ সভা করেন শিক্ষার্থীরা। পরে কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ওয়ারিয়র্স অব জুলাই নীলফামারী জেলা শাখার সদস্যসচিব মোস্তফা মুহাম্মদ শ্রেষ্ঠ, ছাত্রদলের নীলফামারী সরকারি কলেজ শাখার সদস্যসচিব পায়েলুজ্জামান রক্সি, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত ও রাইসুল ইসলাম রানা এবং ছাত্রশিবিরের নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি হাসান আলী।
স্মারকলিপিতে জানানো হয়, সরকারি কলেজের ৩৩ শতাংশ জায়গায় ছাত্রাবাস নির্মাণ করার কথা রয়েছে। কিন্তু শিক্ষার্থীরা জানতে পেরেছেন এই জায়গা নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে দেওয়া হচ্ছে ভবন নির্মাণের জন্য। শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানান। যদি তাঁদের দাবি উপেক্ষা করে কলেজের নিজস্ব জায়গা কারও কাছে হস্তান্তর করা হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ছাত্রদলের নেতা পায়েলুজ্জামান বলেন, কলেজের এই জায়গা হস্তান্তর করা হলে শুধু ছাত্রাবাসই নয়, অবকাঠামোগত নানা সংকটে পড়তে হবে কলেজকে। এত ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষার্থীরা।
জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম বলেন, ‘আমাদের নিজস্ব ভবন স্থাপনের পরিকল্পনা করছি। মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গায় ভবন করার জন্য নির্দেশনাও রয়েছে। সে কারণে প্রাথমিকভাবে কলেজের জায়গাটি পছন্দের তালিকায় রাখা হয়েছে। তবে এ নিয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।’
এ বিষয়ে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমাদের কলেজে জায়গার অপ্রতুলতা রয়েছে। এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন না করার জন্য কলেজ পরিষদের তরফ থেকে বিষয়টি জেলা প্রশাসক ছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।’

নীলফামারী সরকারি কলেজের জায়গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন নির্মাণের জন্য হস্তান্তর না করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে আজ সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ সভা করেন শিক্ষার্থীরা। পরে কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ওয়ারিয়র্স অব জুলাই নীলফামারী জেলা শাখার সদস্যসচিব মোস্তফা মুহাম্মদ শ্রেষ্ঠ, ছাত্রদলের নীলফামারী সরকারি কলেজ শাখার সদস্যসচিব পায়েলুজ্জামান রক্সি, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত ও রাইসুল ইসলাম রানা এবং ছাত্রশিবিরের নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি হাসান আলী।
স্মারকলিপিতে জানানো হয়, সরকারি কলেজের ৩৩ শতাংশ জায়গায় ছাত্রাবাস নির্মাণ করার কথা রয়েছে। কিন্তু শিক্ষার্থীরা জানতে পেরেছেন এই জায়গা নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে দেওয়া হচ্ছে ভবন নির্মাণের জন্য। শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানান। যদি তাঁদের দাবি উপেক্ষা করে কলেজের নিজস্ব জায়গা কারও কাছে হস্তান্তর করা হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ছাত্রদলের নেতা পায়েলুজ্জামান বলেন, কলেজের এই জায়গা হস্তান্তর করা হলে শুধু ছাত্রাবাসই নয়, অবকাঠামোগত নানা সংকটে পড়তে হবে কলেজকে। এত ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষার্থীরা।
জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম বলেন, ‘আমাদের নিজস্ব ভবন স্থাপনের পরিকল্পনা করছি। মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গায় ভবন করার জন্য নির্দেশনাও রয়েছে। সে কারণে প্রাথমিকভাবে কলেজের জায়গাটি পছন্দের তালিকায় রাখা হয়েছে। তবে এ নিয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।’
এ বিষয়ে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমাদের কলেজে জায়গার অপ্রতুলতা রয়েছে। এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন না করার জন্য কলেজ পরিষদের তরফ থেকে বিষয়টি জেলা প্রশাসক ছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।’

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ ঘণ্টা আগে