মৌলভীবাজার প্রতিনিধি

দেশের বিভিন্ন অঞ্চলে চা-বাগান ঘুরে দেখার জন্য এত দিন কোনো ফি নেওয়া হতো না। তবে এবার পর্যটকদের চা-বাগানে প্রবেশের জন্য গুনতে হবে ২০ টাকা, যা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে খরচ করা হবে।
আজ শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের সভাকক্ষে চা-শ্রমিক ও চা-শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শ্রম, কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা জানান।
এম সাখাওয়াত হোসেন বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, তা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশ ফি নেওয়া হয়, কিন্তু চা-বাগান দেখার জন্য কোনো ফি নেওয়া হয় না। পর্যটকদের জন্য চা-বাগানে প্রবেশ ফি ২০ টাকা করা হবে। আর এই টাকা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নকাজে ব্যবহার করা হবে।’
তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই চা বাগানগুলোতে নারীদের ওয়াশ রুমের ব্যবস্থা চালু করতে হবে। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ চা বাগানগুলোতে নারী চা শ্রমিকদের জন্য ওয়াশ রুম না থাকা এর চেয়ে বড় অসামাজিক কাজ আর কিছু হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মহব্বত হোসাইন, বিভাগীয় শ্রম দপ্তর ঢাকার উপপরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহসভাপতি পংকজ কন্দ প্রমুখ।

দেশের বিভিন্ন অঞ্চলে চা-বাগান ঘুরে দেখার জন্য এত দিন কোনো ফি নেওয়া হতো না। তবে এবার পর্যটকদের চা-বাগানে প্রবেশের জন্য গুনতে হবে ২০ টাকা, যা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে খরচ করা হবে।
আজ শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের সভাকক্ষে চা-শ্রমিক ও চা-শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শ্রম, কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা জানান।
এম সাখাওয়াত হোসেন বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, তা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশ ফি নেওয়া হয়, কিন্তু চা-বাগান দেখার জন্য কোনো ফি নেওয়া হয় না। পর্যটকদের জন্য চা-বাগানে প্রবেশ ফি ২০ টাকা করা হবে। আর এই টাকা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নকাজে ব্যবহার করা হবে।’
তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই চা বাগানগুলোতে নারীদের ওয়াশ রুমের ব্যবস্থা চালু করতে হবে। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ চা বাগানগুলোতে নারী চা শ্রমিকদের জন্য ওয়াশ রুম না থাকা এর চেয়ে বড় অসামাজিক কাজ আর কিছু হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মহব্বত হোসাইন, বিভাগীয় শ্রম দপ্তর ঢাকার উপপরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহসভাপতি পংকজ কন্দ প্রমুখ।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২০ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে