শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের প্রধান সড়ক চৌরঙ্গী মোড়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়েন গাড়িচালক ও যাত্রীরা।
খবর পেয়ে পালং মডেল থানা-পুলিশের একটি দল বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে বেলা ১টার দিকে শরীয়তপুর সরকারি কলেজের সামনের সড়কে জেলা বিএনপির প্রচার সম্পাদক রুহুল আমিন মুনশির ওপর হামলা চালান বিক্ষোভকারীরা। এ সময় তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ছাত্রদের কমিটি গঠনকে কেন্দ্র করে একটি পক্ষ আজও শহরের চৌরঙ্গী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে বিক্ষোভকারীদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করি। এ ছাড়া বিএনপি নেতা রুহুল আমিন মুনশির ওপর হামলার খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৫ সদস্যবিশিষ্ট শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। কমিটির বাকি সদস্যদের মধ্যে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৭ জনকে সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে ওই দিন থেকেই শহরে বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। এ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন।
গতকাল বুধবারও দুই ঘণ্টা শরীয়তপুর-ঢাকা সড়কে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন তাঁরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক থেকে চলে যায় বিক্ষোভকারীরা। টানা কর্মসূচির অংশ হিসেবে আজ শরীয়তপুর-ঢাকা সড়কের চৌরঙ্গী মোড়ে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বিক্ষোভে অংশ নেওয়া ইমাম হোসেন মোল্লা বলেন, ‘যত দিন আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা না হবে, তত দিন আমাদের বিক্ষোভ চলবে।’
আহত বিএনপি নেতা রুহুল আমিন মুনশির স্ত্রী অ্যাডভোকেট মুনিরা আক্তার বলেন, ‘আমার স্বামী আমাকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাঁকে ঢাকা নিয়ে যাচ্ছি। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু বলেন, ‘ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে একটি অংশ বিক্ষোভ করে আসছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কিন্তু যারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে তারা ঠিক করছে না এবং যারা ফৌজদারি অপরাধ করছে তাদের বিচার হওয়া উচিত।’

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের প্রধান সড়ক চৌরঙ্গী মোড়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়েন গাড়িচালক ও যাত্রীরা।
খবর পেয়ে পালং মডেল থানা-পুলিশের একটি দল বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে বেলা ১টার দিকে শরীয়তপুর সরকারি কলেজের সামনের সড়কে জেলা বিএনপির প্রচার সম্পাদক রুহুল আমিন মুনশির ওপর হামলা চালান বিক্ষোভকারীরা। এ সময় তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ছাত্রদের কমিটি গঠনকে কেন্দ্র করে একটি পক্ষ আজও শহরের চৌরঙ্গী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে বিক্ষোভকারীদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করি। এ ছাড়া বিএনপি নেতা রুহুল আমিন মুনশির ওপর হামলার খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৫ সদস্যবিশিষ্ট শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। কমিটির বাকি সদস্যদের মধ্যে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৭ জনকে সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে ওই দিন থেকেই শহরে বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। এ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন।
গতকাল বুধবারও দুই ঘণ্টা শরীয়তপুর-ঢাকা সড়কে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন তাঁরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক থেকে চলে যায় বিক্ষোভকারীরা। টানা কর্মসূচির অংশ হিসেবে আজ শরীয়তপুর-ঢাকা সড়কের চৌরঙ্গী মোড়ে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বিক্ষোভে অংশ নেওয়া ইমাম হোসেন মোল্লা বলেন, ‘যত দিন আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা না হবে, তত দিন আমাদের বিক্ষোভ চলবে।’
আহত বিএনপি নেতা রুহুল আমিন মুনশির স্ত্রী অ্যাডভোকেট মুনিরা আক্তার বলেন, ‘আমার স্বামী আমাকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাঁকে ঢাকা নিয়ে যাচ্ছি। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু বলেন, ‘ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে একটি অংশ বিক্ষোভ করে আসছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কিন্তু যারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে তারা ঠিক করছে না এবং যারা ফৌজদারি অপরাধ করছে তাদের বিচার হওয়া উচিত।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে