নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বেপরোয়া গতিতে চালানো একটি প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী এক তরুণ মারা গেছেন। গতকাল বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হালিশহর থানার কে-এল ব্লক ৫ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম ওসমান গণি সাকিব (১৯)। বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়। চট্টগ্রামে তিনি পরিবারের সঙ্গে হালিশহর কে-ব্লক এলাকার ৬ নম্বর রোডে ১৩ নম্বর বাড়িতে থাকতেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রাইভেট কারের চালকের আসনে থাকা ১৯ বছর বয়সী তরুণ তানিম হোসেন রাব্বিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি নগরের হালিশহরের এল-ব্লক এলাকার ১ নম্বর রোডে ৪ নম্বর বাসার ব্যবসায়ী এরশাদ হোসেনের ছেলে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সড়কে দ্রুত ও বেপরোয়া গতিতে চলা একটি সাদা রঙের প্রাইভেট কার (রেজি. নম্বর-চট্ট মেট্রো-গ-১৪-২৮৫৬) প্রথমে বাইসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ভিকটিম ওসমান গণি রাস্তায় পড়ে যান। ওই সময় প্রাইভেট কারের চাকা ওসমানের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, তানিম হোসেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর ড্রাইভিং লাইসেন্স নেই। ঈদের কারণে সড়ক কিছুটা ফাঁকা। এ সুযোগে ছেলে বাবার গাড়ি নিয়ে বের হয়েছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেট কারের চালক তানিমকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।
থানায় মামলাটি করেছেন ভিকটিম ওসমান গণি সাকিবের মামা আবুল কাশেম। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তানিম হোসেন রাব্বিকে।
এ বিষয়ে হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গাড়িটির কাগজপত্র আপডেট পাওয়া যায়নি। চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। গাড়ি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। ভিকটিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে বেপরোয়া গতিতে চালানো একটি প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী এক তরুণ মারা গেছেন। গতকাল বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হালিশহর থানার কে-এল ব্লক ৫ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম ওসমান গণি সাকিব (১৯)। বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়। চট্টগ্রামে তিনি পরিবারের সঙ্গে হালিশহর কে-ব্লক এলাকার ৬ নম্বর রোডে ১৩ নম্বর বাড়িতে থাকতেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রাইভেট কারের চালকের আসনে থাকা ১৯ বছর বয়সী তরুণ তানিম হোসেন রাব্বিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি নগরের হালিশহরের এল-ব্লক এলাকার ১ নম্বর রোডে ৪ নম্বর বাসার ব্যবসায়ী এরশাদ হোসেনের ছেলে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সড়কে দ্রুত ও বেপরোয়া গতিতে চলা একটি সাদা রঙের প্রাইভেট কার (রেজি. নম্বর-চট্ট মেট্রো-গ-১৪-২৮৫৬) প্রথমে বাইসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ভিকটিম ওসমান গণি রাস্তায় পড়ে যান। ওই সময় প্রাইভেট কারের চাকা ওসমানের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, তানিম হোসেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর ড্রাইভিং লাইসেন্স নেই। ঈদের কারণে সড়ক কিছুটা ফাঁকা। এ সুযোগে ছেলে বাবার গাড়ি নিয়ে বের হয়েছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেট কারের চালক তানিমকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।
থানায় মামলাটি করেছেন ভিকটিম ওসমান গণি সাকিবের মামা আবুল কাশেম। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তানিম হোসেন রাব্বিকে।
এ বিষয়ে হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গাড়িটির কাগজপত্র আপডেট পাওয়া যায়নি। চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। গাড়ি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। ভিকটিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
১১ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
১৭ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
২৩ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে