ভোলা প্রতিনিধি

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে পৌর শহরের অনেক এলাকার রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট বেড়ে যাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিচ্ছিন্ন চর ও বাঁধের বাইরের হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। নদীতীরবর্তী অসহায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় সদ্য নির্মিত রিং বাঁধের ওপর দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে— এমনটি জানিয়েছেন স্থানীয়রা।
বৈরী আবহাওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার পাঁচটি নৌরুটে লঞ্চ এবং দুটি রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বৃহস্পতিবার (২৯ মে) সকালে এই নির্দেশনা দেওয়া হয়।
ভোলা নদীবন্দরের উপপরিচালক মো. রিয়াজ হোসেন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর বিপৎসংকেত জারি রয়েছে। তাই হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজান্ডার, ভোলা-তজুমদ্দিন-মনপুরা এবং চরফ্যাশন বেতুয়া-মনপুরা রুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
ভেদুরিয়া-লাহারহাট এবং ইলিশা-মজুচৌধুরী ঘাট ফেরি চলাচলও বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি ভোলার ব্যবস্থাপক মো. কাওসার আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুতের সংযোগ ফিরে আসেনি।
ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ বলেন, ঘূর্ণিঝড়ের কারণে জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তারের ওপর গাছ পড়ে আছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, দুর্যোগ মোকাবিলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র, ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। সিপিপির ১৩ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। বিচ্ছিন্ন চর থেকে মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে। সাত উপজেলায় আটটি কন্ট্রোলরুম চালু এবং ৯৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ ত্রাণও মজুত রয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে পৌর শহরের অনেক এলাকার রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট বেড়ে যাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিচ্ছিন্ন চর ও বাঁধের বাইরের হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। নদীতীরবর্তী অসহায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় সদ্য নির্মিত রিং বাঁধের ওপর দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে— এমনটি জানিয়েছেন স্থানীয়রা।
বৈরী আবহাওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার পাঁচটি নৌরুটে লঞ্চ এবং দুটি রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বৃহস্পতিবার (২৯ মে) সকালে এই নির্দেশনা দেওয়া হয়।
ভোলা নদীবন্দরের উপপরিচালক মো. রিয়াজ হোসেন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর বিপৎসংকেত জারি রয়েছে। তাই হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজান্ডার, ভোলা-তজুমদ্দিন-মনপুরা এবং চরফ্যাশন বেতুয়া-মনপুরা রুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
ভেদুরিয়া-লাহারহাট এবং ইলিশা-মজুচৌধুরী ঘাট ফেরি চলাচলও বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি ভোলার ব্যবস্থাপক মো. কাওসার আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুতের সংযোগ ফিরে আসেনি।
ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ বলেন, ঘূর্ণিঝড়ের কারণে জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তারের ওপর গাছ পড়ে আছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, দুর্যোগ মোকাবিলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র, ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। সিপিপির ১৩ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। বিচ্ছিন্ন চর থেকে মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে। সাত উপজেলায় আটটি কন্ট্রোলরুম চালু এবং ৯৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ ত্রাণও মজুত রয়েছে।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৪ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২১ মিনিট আগে