
যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সম্পর্ক এক শ বছরের পুরোনো। তবে চীনের হাতের নাগালে থাকা দেশটির রাজনীতিবিদেরা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করেন।
গত সোমবারের নির্বাচনে বিপুল ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের ছেলে মার্কোস জুনিয়র। তরুণ বয়স থেকে রাজনীতিসংশ্লিষ্ট মার্কোস জুনিয়র দীর্ঘ ১৫ বছর যুক্তরাষ্ট্রে যাননি। এই সময় চীনের সঙ্গে তাঁর যোগাযোগ বেড়েছে। দেশটির সঙ্গে রয়েছে তাঁর ব্যক্তিগত ব্যবসা।
সম্প্রতি মার্কোস জুনিয়র বলেন, ‘যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকলে আপনি স্বাভাবিকভাবে চীনের শত্রু হবেন। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে আমাদের সমঝোতায় আসার বিকল্প নেই।’
দক্ষিণ চীন সাগর নিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক আদালতে যায় ম্যানিলা। আদালত ম্যানিলার পক্ষে রায় দেন। কিন্তু চীন তা অমান্য করে সেখানে বিভিন্ন ধরনের সামরিক অবকাঠামো নির্মাণ করতে থাকে, যা নিয়ে যুক্তরাষ্ট্র বারবার উদ্বেগ প্রকাশ করেছে।
গতকাল বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘ফিলিপাইন আমাদের পুরোনো বন্ধু।’ অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গত মঙ্গলবার বলেন, ‘ফিলিপাইনের নতুন সরকারের সঙ্গে আমরা সম্পর্ক নবায়নের চেষ্টা করব।’
ফিলিপাইনের নিরাপত্তা বিশ্লেষক রোমেল বনলাওই মনে করেন, মার্কোস জুনিয়র চীনের দিকে ঝুঁকবেন, এটা স্বাভাবিক। তবে তা সীমান্ত ত্যাগের বিনিময়ে নয়। অন্যদিকে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসন তাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাপ দিতে পারে।
ফিলিপাইন নির্বাচন সম্পর্কিত পড়ুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সম্পর্ক এক শ বছরের পুরোনো। তবে চীনের হাতের নাগালে থাকা দেশটির রাজনীতিবিদেরা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করেন।
গত সোমবারের নির্বাচনে বিপুল ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের ছেলে মার্কোস জুনিয়র। তরুণ বয়স থেকে রাজনীতিসংশ্লিষ্ট মার্কোস জুনিয়র দীর্ঘ ১৫ বছর যুক্তরাষ্ট্রে যাননি। এই সময় চীনের সঙ্গে তাঁর যোগাযোগ বেড়েছে। দেশটির সঙ্গে রয়েছে তাঁর ব্যক্তিগত ব্যবসা।
সম্প্রতি মার্কোস জুনিয়র বলেন, ‘যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকলে আপনি স্বাভাবিকভাবে চীনের শত্রু হবেন। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে আমাদের সমঝোতায় আসার বিকল্প নেই।’
দক্ষিণ চীন সাগর নিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক আদালতে যায় ম্যানিলা। আদালত ম্যানিলার পক্ষে রায় দেন। কিন্তু চীন তা অমান্য করে সেখানে বিভিন্ন ধরনের সামরিক অবকাঠামো নির্মাণ করতে থাকে, যা নিয়ে যুক্তরাষ্ট্র বারবার উদ্বেগ প্রকাশ করেছে।
গতকাল বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘ফিলিপাইন আমাদের পুরোনো বন্ধু।’ অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গত মঙ্গলবার বলেন, ‘ফিলিপাইনের নতুন সরকারের সঙ্গে আমরা সম্পর্ক নবায়নের চেষ্টা করব।’
ফিলিপাইনের নিরাপত্তা বিশ্লেষক রোমেল বনলাওই মনে করেন, মার্কোস জুনিয়র চীনের দিকে ঝুঁকবেন, এটা স্বাভাবিক। তবে তা সীমান্ত ত্যাগের বিনিময়ে নয়। অন্যদিকে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসন তাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাপ দিতে পারে।
ফিলিপাইন নির্বাচন সম্পর্কিত পড়ুন:

ইয়েমেনকে ঘিরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বন্দ্ব বহুদিন ধরেই নীরবে জ্বলে উঠছিল। তবে ইসরায়েল ও ইউএইর মধ্যকার উদীয়মান জোট এবং বৃহত্তর ঐতিহ্যগত শক্তিগুলোকে দুর্বল করার তাদের অভিন্ন নীতি রিয়াদকে স্বভাববিরুদ্ধভাবে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে।
৩১ মিনিট আগে
একদিকে চীন–ভেনেজুয়েলা সম্পর্কের ভবিষ্যৎ, অন্যদিকে তাইওয়ান ইস্যু—এই দুটি বিষয় সামনে রেখে বেইজিংয়ের পরবর্তী কৌশল কী হতে পারে, তা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান।
১ দিন আগে
এই অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই অঙ্গীকারের সবচেয়ে নাটকীয় প্রকাশ—যেখানে তিনি আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রভাব ও আধিপত্যকে আবার কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনতে চান। হোয়াইট হাউস বর্তমানে পশ্চিম গোলার্ধের (Western Hemesphere) বিষয়ে যে নীতি গ্রহণ....
১ দিন আগে
ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে, তিনিই নিয়ম তৈরি করেন, আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যা প্রযোজ্য, তা অন্য কেউ দাবি করতে পারবে না। কিন্তু শক্তির দুনিয়া আসলে সেভাবে চলে না। ২০২৬ সালের শুরুতে তাঁর এই পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে যে, সামনে আরও ১২ মাস বিশ্বজুড়ে অস্থিরতা বজায় থাকবে।
১ দিন আগে