সিলেট প্রতিনিধি

সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুল মোমেনের আদালতে পুলিশ অভিযোগপত্র উপস্থাপন করলে শুনানি শেষে আদালত তা গ্রহণ করেন বলে জানিয়েছেন পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশ।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় গ্রেপ্তার হওয়া পাঁচ পুলিশসদস্যকে আদালতে হাজির করা হয়। পরে আদালতে উপস্থাপন করা হয় এক হাজার ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন।
এ সময় আদালতে রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নী উপস্থিত ছিলেন।
বিচারক পিবিআইএর দেওয়া অভিযোগপত্রে কোন নারাজি থাকলে তা আদালতে জানাতে বললে তাঁরা অভিযোগপত্র নিয়ে কোন আপত্তি জানাননি। পরে বিচারক অভিযোগপত্রটি গ্রহণ করে পরবর্তী বিচার প্রক্রিয়ার আদেশ দেন। এ সময় মামলার পলাতক আসামী আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গত ৫ মে পাঁচ পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইএর পরিদর্শক আওলাদ হোসেন। অভিযুক্তরা হলেন, প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদ এবং ঘটনার সিসিটিভি ফুটেজ গায়েবকারী কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান।
এদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য কারাগারে উপস্থিত থাকলেও নোমান এখনো পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
রায়হান হত্যার পরদিন ১২ অক্টোবর তাঁর স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের হেফাজতে নির্যাতনে রায়হানের মৃত্যু ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তারে দাবিতে চলে নানা কর্মসূচি।
নিহত রায়হানের মা সালমা বেগম জানান, অভিযোগপত্রে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। তবে রায়হান হত্যার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্য ও তাঁদের সহযোগীকে অভিযুক্ত করায় আমার পরিবার খুশি। দ্রুত আসামিদের বিচার প্রক্রিয়া শেষ করার দাবি জানান তিনি।

সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুল মোমেনের আদালতে পুলিশ অভিযোগপত্র উপস্থাপন করলে শুনানি শেষে আদালত তা গ্রহণ করেন বলে জানিয়েছেন পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশ।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় গ্রেপ্তার হওয়া পাঁচ পুলিশসদস্যকে আদালতে হাজির করা হয়। পরে আদালতে উপস্থাপন করা হয় এক হাজার ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন।
এ সময় আদালতে রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নী উপস্থিত ছিলেন।
বিচারক পিবিআইএর দেওয়া অভিযোগপত্রে কোন নারাজি থাকলে তা আদালতে জানাতে বললে তাঁরা অভিযোগপত্র নিয়ে কোন আপত্তি জানাননি। পরে বিচারক অভিযোগপত্রটি গ্রহণ করে পরবর্তী বিচার প্রক্রিয়ার আদেশ দেন। এ সময় মামলার পলাতক আসামী আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গত ৫ মে পাঁচ পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইএর পরিদর্শক আওলাদ হোসেন। অভিযুক্তরা হলেন, প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদ এবং ঘটনার সিসিটিভি ফুটেজ গায়েবকারী কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান।
এদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য কারাগারে উপস্থিত থাকলেও নোমান এখনো পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
রায়হান হত্যার পরদিন ১২ অক্টোবর তাঁর স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের হেফাজতে নির্যাতনে রায়হানের মৃত্যু ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তারে দাবিতে চলে নানা কর্মসূচি।
নিহত রায়হানের মা সালমা বেগম জানান, অভিযোগপত্রে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। তবে রায়হান হত্যার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্য ও তাঁদের সহযোগীকে অভিযুক্ত করায় আমার পরিবার খুশি। দ্রুত আসামিদের বিচার প্রক্রিয়া শেষ করার দাবি জানান তিনি।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৩৫ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে