দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে; পূর্বাঞ্চলের ১১টির জেলার প্রায় ৩৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত ২০ আগস্ট থেকে তিন দিনে এখন পর্যন্ত মারা গেছে ১৩ জন। ভারী বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা পরিস্থিতি। এই মাসে অতি বৃষ্টি ও বন্যার পূর্বাভাস থাকলেও ক্ষয়ক্ষতি এড়ানো দূরে থাক চরম মানবিক বিপর্যয় মোকাবেলায় তেমন কোনো পূর্বপ্রস্তুতি ছিল না।
ইতিমধ্যে দেশের নদ-নদী গুলোর কয়েকটি বাঁধ ভেঙে গিয়েছে। গত কয়েক দশকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষ বন্যা দেখেনি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই মাসে অতি বৃষ্টি ও বন্যার একাধিক পূর্বাভাস ছিল। তবে যেই মাত্রায় উজানের ঢল এসেছে, তা খুব বেশি আগে থেকে ধারণা করা সম্ভব ছিল না বলে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে। তবে এই বিষয়ে পূর্বাভাসের ভিত্তিতে যথাযথ প্রস্তুতি যে সরকারের ছিল না তা স্পষ্ট।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, বন্যা আক্রান্ত হয়েছে ১১টি জেলা—কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। মোট ৭৭টি উপজেলার ৮ লক্ষ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পানিবন্দী মানুষের জন্য ৩ হাজার ১৬০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে এক লক্ষ ৮৮ হাজার ৭৩৯ জন লোক এবং ১৭ হাজার ৮৪৮টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ৬৩৭টি মেডিকেল টিম চালু করা হয়েছে। এখন পর্যন্ত বন্যার্তদের জন্য তিন কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মেট্রিক টন চাল ও ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে যা বলা হয়েছিল
গত ১ আগস্ট আবহাওয়া অধিদপ্তর থেকে এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বন্যার কথা জানানো হয়। তাতে বলা হয়, আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে ৩ থেকে ৪ দিন হালকা বজ্রঝড় হতে পারে। দেশে বিচ্ছিন্নভাবে ১ থেকে ২টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়, আগস্ট মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের একাধিক সতর্কবার্তায় গত ১৬ আগস্ট থেকে এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পূর্বাভাসেও এমন আভাস দেওয়া ছিল। ২০ আগস্ট থেকে বন্যা শুরু হয়েছে। এর আগে যথাযথ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি কমানো যেত।
এদিকে চার মাস আগে (এপ্রিল) ভারতের পুনেতে অনুষ্ঠিত সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে ভারতের আসাম, মেঘালয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে জানানো হয়।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর ১৬ আগস্ট জানিয়ে দিয়েছিল খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণ পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বলা হয়েছে স্বল্পমেয়াদি বন্যার কথা। দেশের নদীগুলোর বেশির ভাগের উৎপত্তি পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে।’
তিনি আরো বলেন, ‘বন্যার বিষয়ে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র তথ্য দিয়ে থাকে। তারা পাশের দেশের সঙ্গে যোগাযোগ করে এসব তথ্য দিয়ে থাকে।’
বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র কী বলছে
বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘তথ্য আদান-প্রদানে খুব বেশি ঘাটতি ছিল না। তারা (ভারত) উজানের কিছু পয়েন্টের ডেটা আমাদের রেগুলার বেসিসে (নিয়মিতভাবে) শেয়ার (আদান-প্রদান) করে। সেই আদান প্রদান অব্যাহত ছিল।’
তিনি আরও বলেন, ‘এটা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড (আকস্মিক বন্যা)। এটি নিয়ে খুব বেশি আগে উজান থেকে তথ্য পাওয়া যায় না। এটার সময় থাকে ১২ থেকে ১৮ ঘণ্টা। সেসব তথ্য পাওয়া গেছে।’
উদয় রায়হান জানান, ফ্ল্যাশ ফ্লাড নিয়ে পূর্বাভাস দেওয়া যায়। এটি সাধারণত তিন দিন আগে দেওয়া হয়। কিন্তু সেই পূর্বাভাসও বাস্তব ফ্ল্যাশ ফ্লাডের সঙ্গে মিলবে না।
পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী বলেন, ‘তিন দিন আগে একটা ওয়ার্নিং ছিল, যা একদিন আগে বলা হয়েছিল। প্রাথমিক ধারণায় যা ছিল, বন্যা এর চেয়ে বেশি হচ্ছে।’
আবহাওয়া অধিদপ্তর ও বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের পূর্বাভাস থাকলেও তাতে যে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, সেটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানের কথায় স্পষ্ট।
আজ শুক্রবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তাঁর কাছে জানতে চাওয়া হয়, আবহাওয়া অধিদপ্তর বন্যার পূর্বাভাস দিলেও মন্ত্রণালয় কেন আগে থেকে প্রস্তুতি নেয়নি।
এর জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব বলেন, ‘আগাম পূর্বাভাস আসেনি। তবে দেশের প্রতিটি জেলায় আপৎকালীন মজুত রাখা হয়েছিল। কিন্তু মানুষ আবাসস্থল ছেড়ে যেতে চায় না।’
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এসময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী সমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল ধীর গতিতে হাস পাচ্ছে। বিগত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ-নদীর পানি সমতল হ্রাস পাওয়া শুরু হয়েছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে।
আরও বলা হয়, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আজ শুক্রবার বিকেলে কুমিল্লা ও ফেনী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে সার্বিকভাবে চট্টগ্রাম বিভাগে আরও ৭২ ঘণ্টা কম-বেশি বৃষ্টিপাত থাকবে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘বৃষ্টিপাত কমার কথা যেটি বলা হয়েছে, সেটির অর্থ হলো-কোথাও কোথাও একটু কমবে, আবার বাড়বে।’
তিনি আরও বলেন, ‘আজ (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত কুমিল্লায় বৃষ্টি হয়েছে ৪৯ মিলিমিটার। তবে চট্টগ্রামে ১৪৩ মিলিমিটার ও কক্সবাজারে ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখন কক্সবাজার বা চট্টগ্রাম অঞ্চলে একটু কমে আসলেও, নোয়াখালী বা ফেনী অঞ্চলে আবার বৃষ্টিপাত বাড়বে। এমন চলতে থাকবে। তাই কমে আসবে বললে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার কথা। কিন্তু আগামী ৭২ ঘণ্টা পরিস্থিতির তেমন উন্নতি হবে না।’
মনোয়ার হোসেন আরো বলেন, ‘২৮ আগস্টের পর উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত আবার কিছুটা বাড়বে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে