ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে এ সংঘর্ষ হয়।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে। কেউ আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপজেলা সদরের ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করেন।
এ উপলক্ষে বিএনপির নেতা-কর্মীরা বেলা ৩টার দিকে মহিলা ডিগ্রি কলেজ মোড়, কাচারি মাঠ, ফুলবাড়ী উচ্চবালিকা বিদ্যালয় ও ব্র্যাক মোড়ে সমবেত হতে থাকে। এ সময় উপজেলার বড়ভিটা ইউনিয়ন থেকে আসা কয়েকটি অটোরিকশায় বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে উপজেলা শহরে প্রবেশ করেন। এ সময় ছাত্রলীগ তাঁদের বাধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে সমাবেশস্থল থেকে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সদরের তিনকোনা মোড়ে প্রবেশ করলে আবারও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ।
এতে উপজেলা ছাত্রলীগর যুগ্ম সাধারণ সম্পাদক সজল পোদ্দার, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার ও বায়জিদ বোস্তামী বাঁধনসহ প্রায় ১০ জন এবং উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, তোতা মিয়া, রেজাউল ইসলাম, আয়নাল হক, আলামিন মিয়া, শফিকুল ইসলামসহ অন্তত ১২ জন আহত হন। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
পরে বিএনপির নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলার মহিলা কলেজসংলগ্ন কদমতলা মোড়ে গিয়ে সমাবেশ করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে তাঁদের প্রায় ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানান।
অন্যদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের কর্মীদের আহত করার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও তিনকোনা মোড়ে সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে এ সংঘর্ষ হয়।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে। কেউ আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপজেলা সদরের ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করেন।
এ উপলক্ষে বিএনপির নেতা-কর্মীরা বেলা ৩টার দিকে মহিলা ডিগ্রি কলেজ মোড়, কাচারি মাঠ, ফুলবাড়ী উচ্চবালিকা বিদ্যালয় ও ব্র্যাক মোড়ে সমবেত হতে থাকে। এ সময় উপজেলার বড়ভিটা ইউনিয়ন থেকে আসা কয়েকটি অটোরিকশায় বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে উপজেলা শহরে প্রবেশ করেন। এ সময় ছাত্রলীগ তাঁদের বাধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে সমাবেশস্থল থেকে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সদরের তিনকোনা মোড়ে প্রবেশ করলে আবারও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ।
এতে উপজেলা ছাত্রলীগর যুগ্ম সাধারণ সম্পাদক সজল পোদ্দার, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার ও বায়জিদ বোস্তামী বাঁধনসহ প্রায় ১০ জন এবং উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, তোতা মিয়া, রেজাউল ইসলাম, আয়নাল হক, আলামিন মিয়া, শফিকুল ইসলামসহ অন্তত ১২ জন আহত হন। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
পরে বিএনপির নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলার মহিলা কলেজসংলগ্ন কদমতলা মোড়ে গিয়ে সমাবেশ করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে তাঁদের প্রায় ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানান।
অন্যদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের কর্মীদের আহত করার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও তিনকোনা মোড়ে সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে