Ajker Patrika

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ২৮
মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

কক্সবাজারের মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শহরের নুনিয়ারছড়া ৬ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। 

দগ্ধদের মধ্যে আইয়ুব আলী (৫৭), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ (৩৫) ও ওসমানকে (১৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে। আলী আকবর (৫০) ও দুলাল মাঝিকে (৪৭) কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে ১০ জনের শরীর কমপক্ষে ৭০ শতাংশ পুড়ে গেছে। 

জানা গেছে, ট্রলারটি সাগর মাছ শিকার শেষে বাকঁখালী নদী মোহনার এই ঘাটে নোঙর করেছিল। ট্রলারে রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রলারটির মালিক স্থানীয় সেলিম বহদ্দারের। 

আহতেরা কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা বলে জানিয়েছেন পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান। 

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, বৃহস্পতিবার শেষ রাতে মাছ শিকার শেষে ট্রলারটি ঘাটে ফেরে। সকাল ১০টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। কেন এবং কীভাবে এ ঘটনা ঘটল তা এখনো জানা সম্ভব হয়নি। 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘাটে নোঙর করানো অবস্থায় মাছ ধরার ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন জেলে দগ্ধ হয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত