ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা যায়নি। চার নিখোঁজের মধ্যে শুধু জাহাজের গিজার হৃদয়ের মরদেহ আজ রোববার উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এদিকে গতকাল শনিবার উদ্ধার হওয়া অগ্নিদগ্ধ চারজনকে ঢাকায় আনা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল ও ড্রাইভার আকরাম হোসেন সরোয়ার।
এর আগে গতকাল সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ তেলবাহী জাহাজ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়। রাত থেকে তেল অপসারণের পর জাহাজের ডুবে যাওয়া অংশ ভেসে ওঠে। গতকাল তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। এর পর বিকেলে ডুবতে থাকে নদীতে। তবে রাতেই তেল অপসারণ করতে থাকায় ভেসে ওঠে। তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জাহাজ-সংশ্লিষ্টরা। ১১ লাখ লিটার পেট্রল ও ডিজেল বোঝাই জাহাজ থেকে গতকাল মাঝ রাত পর্যন্ত ৪ লাখ লিটার তেল খালাস করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না করে জাহাজ ও তেল উদ্ধারে কাজ চালানো হচ্ছে।
জাহাজ আপাতত নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। জোয়ারের স্রোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. কর্নেল শাফায়েত জানান, ইঞ্জিন রুম থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সিলেটের হবিগঞ্জে।
সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান জানান, আগুনে দগ্ধ চারজন চিকিৎসা নিচ্ছেন। যথাযথভাবে উদ্ধারকাজ চলছে।

ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা যায়নি। চার নিখোঁজের মধ্যে শুধু জাহাজের গিজার হৃদয়ের মরদেহ আজ রোববার উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এদিকে গতকাল শনিবার উদ্ধার হওয়া অগ্নিদগ্ধ চারজনকে ঢাকায় আনা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল ও ড্রাইভার আকরাম হোসেন সরোয়ার।
এর আগে গতকাল সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ তেলবাহী জাহাজ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়। রাত থেকে তেল অপসারণের পর জাহাজের ডুবে যাওয়া অংশ ভেসে ওঠে। গতকাল তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। এর পর বিকেলে ডুবতে থাকে নদীতে। তবে রাতেই তেল অপসারণ করতে থাকায় ভেসে ওঠে। তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জাহাজ-সংশ্লিষ্টরা। ১১ লাখ লিটার পেট্রল ও ডিজেল বোঝাই জাহাজ থেকে গতকাল মাঝ রাত পর্যন্ত ৪ লাখ লিটার তেল খালাস করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না করে জাহাজ ও তেল উদ্ধারে কাজ চালানো হচ্ছে।
জাহাজ আপাতত নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। জোয়ারের স্রোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. কর্নেল শাফায়েত জানান, ইঞ্জিন রুম থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সিলেটের হবিগঞ্জে।
সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান জানান, আগুনে দগ্ধ চারজন চিকিৎসা নিচ্ছেন। যথাযথভাবে উদ্ধারকাজ চলছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৯ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে