চট্টগ্রামে সাগরে নোঙর করা লাইটার জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ মে) রাত ১১টার কিছু পরে হালিশহরের পশ্চিমে (খেজুরতলা এলাকার) বঙ্গোপসাগরে নোঙর করা একটি জাহাজে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ৫ জনের মধ্যে ৩ জন গুরুতর আহত হন।
এ তথ্য নিশ্চিত করেছেন ইপিজেড থানার ওসি মো. আব্দুল করিম। ওসি বলেন, আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে জাহাজের নাম, মালামাল ও বিস্তারিত কোনো জানাতে পারেননি ওসি।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে