ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার সুন্দরপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মুন্না হাসান (৩৪) ও একই উপজেলার বাসুদেবপুর গ্রামের নূর মোহাম্মদ (৩২)। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
গুলফামুল ইসলাম বলেন, আজ দুপুরে আটক দুই যুবক সুন্দরপুর গ্রামে আমিন মার্ডির বাড়িতে যান। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই বাড়িতে
চুয়ানি (বাংলা মদ) তৈরি হয় বলে দাবি করেন। পরে তাঁরা ঘরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।
গুলফামুল ইসলাম আরও বলেন, পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মেলে। তবে আমিন মার্ডি ওই যুবকদের বিরুদ্ধে ১৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললেও তাদের দেহ তল্লাশি করে কোনো টাকা পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে