ফারুক ছিদ্দিক, ঢাকা

বঙ্গবাজার কমপ্লেক্সের সাতটি মার্কেটের ৫ হাজারের বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কাপড়ের বড় মার্কেট হিসেবে পরিচিত এই বঙ্গবাজার। রমজানে থাকে জমজমাট, থাকে বিক্রয়কর্মীর হাঁকডাক। সেই চেনাজানা আর হাঁকডাক নেই, আছে উৎকণ্ঠা আর আগুনে পুড়ে যাওয়া স্বপ্নের স্তূপ।
আজ বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া মার্কেটের ভেতরে কেউ ঢুকে নিজের দোকানের কোনো কিছু পান কি না, দেখছেন। কেউ খুঁজছেন টাকার ডেস্ক, কেউ বা দোকানের কাগজপত্র। ফেরিওয়ালারা খুঁজছেন আগুনে পুড়ে যাওয়া ভাঙা লোহা ও টিনের জিনিস। মল্লিক গার্মেন্টসের মালিক নুর মোহাম্মদ মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, ফকির হইয়া গেছি। গতকাল আমার বাড়িতে অল্প বাজার ছিল, বাড়িতে পোলার মারে কইছি, আজকে কোনোমতে পোলাপান নিয়ে খা। আগামীকাল থেকে কী খাবি সেটা খোদা জানে। আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে, দোকানে ৪০-৪৫ লাখ টাকার মালামাল আর নগদ টাকা কিছুই অবশিষ্ট নেই, আমি কী করব? কোথায় যাব! আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমার কোথাও যাওয়ার রাস্তা নেই ভাই। সরকার যদি আমাদের জন্য কোনো ব্যবস্থা করে, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারব, না হয় কিছু করার নেই। ভিক্ষা করতে হবে।’
বঙ্গবাজার কমপ্লেক্সের তিনটি দোকানের মালিক শাহাদাত হোসেন কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘তিনটি দোকানের কোনো কিছু নেই, আমি কোথায় যাব? ৭৫ লাখ টাকা ব্যাংকে লোন আছে, এই টাকা আমি কোথা থেকে দেব, আমার পোলাপানগুলারে মানুষ করব কী দিয়ে, ঘর চালাব কী দিয়ে! আমি তো নিঃস্ব হয়ে গেছি। সরকার যদি আমাদের ব্যাংকের লোনগুলো মাফ করে দেয়, তাহলে কিছু একটা হয়তো করতে পারব। যদি না করে, তাহলে কী করব ভাই?’
আগুন লাগার বিষয়ে কাউকে দায়ী করছেন কি না—জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, ‘সকালে আইসা দেখি মার্কেটে আগুন লাগছে, আধা ঘণ্টার ভেতরে সব পুড়ে ছাই হয়ে যাবে—এটা কি আমরা জানি ভাই? আমরা কাকে দায়ী করব!’
এদিকে সকাল থেকে এনেক্সকো টাওয়ার থেকে ধোঁয়া বের হচ্ছে। তাই ফায়ার সার্ভিসের দুটি গাড়ি সকাল থেকে পানি ছিটাচ্ছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এনেক্সকো টাওয়ারেও গতকাল অনেকক্ষণ আগুন জ্বলছিল, রাতে মোটামুটি নিয়ন্ত্রণে আনার সুযোগ হলেও সকাল থেকে আবার ধোঁয়া বের হচ্ছিল, তাই পানি ছিটানো হচ্ছে।’
আরও খবর পড়ুন:

বঙ্গবাজার কমপ্লেক্সের সাতটি মার্কেটের ৫ হাজারের বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কাপড়ের বড় মার্কেট হিসেবে পরিচিত এই বঙ্গবাজার। রমজানে থাকে জমজমাট, থাকে বিক্রয়কর্মীর হাঁকডাক। সেই চেনাজানা আর হাঁকডাক নেই, আছে উৎকণ্ঠা আর আগুনে পুড়ে যাওয়া স্বপ্নের স্তূপ।
আজ বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া মার্কেটের ভেতরে কেউ ঢুকে নিজের দোকানের কোনো কিছু পান কি না, দেখছেন। কেউ খুঁজছেন টাকার ডেস্ক, কেউ বা দোকানের কাগজপত্র। ফেরিওয়ালারা খুঁজছেন আগুনে পুড়ে যাওয়া ভাঙা লোহা ও টিনের জিনিস। মল্লিক গার্মেন্টসের মালিক নুর মোহাম্মদ মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, ফকির হইয়া গেছি। গতকাল আমার বাড়িতে অল্প বাজার ছিল, বাড়িতে পোলার মারে কইছি, আজকে কোনোমতে পোলাপান নিয়ে খা। আগামীকাল থেকে কী খাবি সেটা খোদা জানে। আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে, দোকানে ৪০-৪৫ লাখ টাকার মালামাল আর নগদ টাকা কিছুই অবশিষ্ট নেই, আমি কী করব? কোথায় যাব! আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমার কোথাও যাওয়ার রাস্তা নেই ভাই। সরকার যদি আমাদের জন্য কোনো ব্যবস্থা করে, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারব, না হয় কিছু করার নেই। ভিক্ষা করতে হবে।’
বঙ্গবাজার কমপ্লেক্সের তিনটি দোকানের মালিক শাহাদাত হোসেন কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘তিনটি দোকানের কোনো কিছু নেই, আমি কোথায় যাব? ৭৫ লাখ টাকা ব্যাংকে লোন আছে, এই টাকা আমি কোথা থেকে দেব, আমার পোলাপানগুলারে মানুষ করব কী দিয়ে, ঘর চালাব কী দিয়ে! আমি তো নিঃস্ব হয়ে গেছি। সরকার যদি আমাদের ব্যাংকের লোনগুলো মাফ করে দেয়, তাহলে কিছু একটা হয়তো করতে পারব। যদি না করে, তাহলে কী করব ভাই?’
আগুন লাগার বিষয়ে কাউকে দায়ী করছেন কি না—জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, ‘সকালে আইসা দেখি মার্কেটে আগুন লাগছে, আধা ঘণ্টার ভেতরে সব পুড়ে ছাই হয়ে যাবে—এটা কি আমরা জানি ভাই? আমরা কাকে দায়ী করব!’
এদিকে সকাল থেকে এনেক্সকো টাওয়ার থেকে ধোঁয়া বের হচ্ছে। তাই ফায়ার সার্ভিসের দুটি গাড়ি সকাল থেকে পানি ছিটাচ্ছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এনেক্সকো টাওয়ারেও গতকাল অনেকক্ষণ আগুন জ্বলছিল, রাতে মোটামুটি নিয়ন্ত্রণে আনার সুযোগ হলেও সকাল থেকে আবার ধোঁয়া বের হচ্ছিল, তাই পানি ছিটানো হচ্ছে।’
আরও খবর পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১৪ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে