শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২৩:২৬

প্রতীকী ছবি রাজধানীর ধোলাইপাড় হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম আহসান হোসাইন (২১)। তিনি জুরাইন নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন রাগিব আখইয়ার ফাতিন (২৪) নামের এক শিক্ষার্থী। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে আহসানের মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহতকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পোস্তগোলা ফায়ার স্টেশনের পরিদর্শক যুগল বিশ্বাস জানান, বিকেলে একটি মোটরসাইকেলযোগে দুজন ধোলাইপাড় হানিফ ফ্লাইওভারে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের হাসপাতালে নিয়ে যায়। 

আহসানের মা রোকসানা পারভীন জানান, তাঁদের বাসা জুরাইন কুসুমবাগ এলাকায়। বিকেলে বন্ধুর সঙ্গে নীলক্ষেত যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। সন্ধ্যার দিকে সড়ক দুর্ঘটনায় ছেলে আহত হওয়ার খবর পান। দুই ভাই, দুই বোনের মধ্যে আহসান ছিল বড়। 

আহত ফাতিনের চাচাতো ভাই সাইম নেওয়াজ জানান, ফাতিন নটরডেম কলেজের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। তাঁদের বাসা জুরাইন খন্দোকার রোডে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন 

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪

    ডুমুরিয়ায় এক বিদ্যালয়ে ২২ স্কুলছাত্রী এক সঙ্গে অসুস্থ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন 

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০