বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

নোলকের কণ্ঠে সিনেমার টাইটেল গান

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৮:১৪

নোলক। ছবি: সংগৃহীত দেশের প্রথম ক্লোজআপ ওয়ান বিজয়ী তারকা নোলক প্রথমবারের মতো গাইলেন সিনেমার টাইটেল গান। সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার টাইটেল সং ‘আহারে জীবন’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন জাকির হোসেন রাজু, সুর করেছেন এস আই শহীদ, সংগীতায়োজন করেছেন রাফি। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

প্রথমবারের মতো সিনেমার টাইটেল গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত নোলক। যদিও সিনেমার গান গাওয়ার অভিজ্ঞতা তাঁর পুরোনো। এ প্রসঙ্গে নোলক বলেন, ‘এর আগে আমি ১০টি সিনেমায় প্লে-ব্যাক করেছি। কিন্তু এবারই প্রথম কোনো সিনেমার টাইটেল সং গেয়েছি। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার। আহারে জীবন শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার সময় আমার পাশে শ্রদ্ধেয় ছটকু আহমেদ স্যার ছিলেন। আমার কণ্ঠে এই গানটি শুনে তিনি ভীষণ আবেগাপ্লুত হয়ে ওঠেন। স্টুডিওতেই তিনি সবার উদ্দেশে বলেন, এই গানটি তাঁর সিনেমার জন্য একটি মাইলফলক গান হয়ে থাকবে। আমি অনেক দরদ দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। তবু এটা নিশ্চিত বলতে পারি, আমার সংগীতজীবনে এমন গান খুব কম পেয়েছি। তাই গানটি নিয়ে আমি আশাবাদী।’

উল্লেখ্য, আহারে জীবন সিনেমার দুটি প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা।

অন্যদিকে রোজার আগে টানা বেশ কিছু স্টেজ শোতে অংশ নিয়েছেন নোলক। শরিফুন্নাহারের লেখা ও সুরে একটি কাওয়ালি গানেও কণ্ঠ দিয়েছেন। শিগগিরই গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     
    ইসলাম

    গরমে মানুষের পাশে দাঁড়াই

    আইনশৃঙ্খলা সভায় অংশ নিতে অনীহা

    সুব্রত, জিসানসহ ২১ জনের তথ্য চেয়েছে ইন্টারপোল

    মালয়েশিয়ায় এমটিসিপি স্কলারশিপে পড়ার সুযোগ

    বাংলাদেশ ব্যাংকে দ্বিতীয় হওয়ার গল্প

    শিক্ষায় কত অভিঘাত

    ওয়ানডে দিয়ে ফেরার অপেক্ষায় সাকিব 

    সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

    ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ

    পাবনায় বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী