মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযানে চালিয়ে আন্তবিভাগীয় ডাকাত দলের সর্দার ইয়াছিন আলী প্রকাশ ওরফে কালা বাবুলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মৌলভীবাজার আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার (২৭মার্চ) রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রাম থেকে থাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মোহাম্মদ মর্তুজ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।
এ নিয়ে ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইয়াছিন আলী ওরফে প্রকাশ কালা বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট সদর জেলায় সঙ্গবদ্ধ ডাকাত দলের সমন্বয়ে ডাকাতি করেন। তাঁর বিরুদ্ধে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট সদর জেলায় মোট ১১টি ডাকাতির মামলা রয়েছে। রয়েছে অস্ত্র মামলাও।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে