ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎচালিত পানির পাম্পে সংযোগ দেওয়ার সময় তারে জড়িয়ে মো. আব্দুর রশিদ ভূঁইয়া (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই এলাকার মৃত আব্দুল গফুর ভূঁইয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, আব্দুর রশিদ আজ সোমবার সকালে বাড়ির পাশে পুকুরে পানির পাম্পে সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাইজবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. দেলোয়ার হোসেন বিদ্যুতায়িত হয়ে আব্দুর রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে