শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২১:১৮

সুলতানা জেসমিন। ছবি: সংগৃহীত নওগাঁয় র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের এক নারী (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে জেসমিনকে আটক করেন র‍্যাব সদস্যরা। গত শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।

র‍্যাব বলছে, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেসমিনের ভাই সোহাগ হোসেন বলেন, বুধবার সকালে অফিস করার জন্য বাসা থেকে বের হন জেসমিন। দুপুরের দিকে লোক মারফত জানতে পারেন জেসমিনকে আটক করেছে র‍্যাব। এরপর অসুস্থ অবস্থায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল শনিবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জেসমিনের মামা ও নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক বলেন, ‘নওগাঁ শহরের জনকল্যাণ এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন জেসমিন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় প্রায় ১৭ বছর আগে। তাঁর এক সন্তান আছে। র‍্যাবের হাতে আটকের পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’ 

নাজমুল হক জানান, জেসমিনের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। তবে প্রতিবেদনে কী আছে সেটি তাঁরা এখনো জানতে পারেননি। 

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মৌমিতা জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার দুপুরে র‍্যাব সদস্যরা অসুস্থ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। আমরা তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি।’

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আটক করা হয়েছিল সুলতানা জেসমিনকে। আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে তাঁকে রাজশাহী নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা খারাপ হয়ে গত শুক্রবার সকালের দিকে তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে ২৫ মার্চ দুপুরে স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে র‍্যাব কমান্ডার নাজমুস সাকিব গণমাধ্যমকে জানান, একটি আর্থিক প্রতারণার অভিযোগ তাঁরা পেয়েছিলেন। এরপর ওই নারীর ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে তাঁরা জানতে পারেন। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে অভিযোগের সত্যতা পান। এরপরই তাঁকে আটক করা হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪

    ডুমুরিয়ায় এক বিদ্যালয়ে ২২ স্কুলছাত্রী এক সঙ্গে অসুস্থ

    ট্রেনের নামকরণের দাবিতে নীলফামারীতে ট্রেন অবরোধ

    টাকা আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের দণ্ড

    চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে জখম, যুবলীগের নেতাসহ ৩ জন গ্রেপ্তার

    মোহাম্মদপুরে ট্রমা সেন্টারে আগুন 

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪

    দুদকের জন্য বরাদ্দ ১৮৫ কোটি টাকা

    বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের বিরুদ্ধে ডিএসএ আইনে মামলা করল ছাত্রলীগ নেতা