সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

ভোটাধিকার কেড়ে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হয়: জুনায়েদ সাকি

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৩:৫৭

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। ছবি: আজকের পত্রিকা ভোটাধিকার কেড়ে নিয়ে এখন মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আজ রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জুনায়েদ সাকি বলেন, ‘এত আত্মত্যাগ, এত রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আমাদের স্বাধীনতা, আমাদের রাষ্ট্র। এই রাষ্ট্রে ৫২ বছর পরে এসে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সেটিকে আবার মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হয়, উন্নয়ন দিয়ে জায়েজ করা হয়। অথচ সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস, তাদের জীবনে কিন্তু মুক্তি আসেনি বলে।’

জুনায়েদ সাকি আরও বলেন, ‘রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে অল্পসংখ্যক মানুষ ধন-সম্পদের মালিক হয়েছেন। তুলনায় যাঁরা সম্পদ সৃষ্টি করেন তাঁদের জীবন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। যারা আগে যে মানের জীবনযাপন করত, তাদের একই মানের জীবন যাপন করতে আরো বেশি শ্রম দিতে হচ্ছে। এই বস্তবতাই আমাদের এখানে তৈরি হয়েছে। এর মূল কারণ হচ্ছে আমাদের এখানে যে শাসনব্যবস্থা তৈরি হয়েছে, গঠনগত দিক দিয়ে তা স্বৈরাচারী।’

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাস নাইম বাবু, ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বাচ্চু মিয়া, আশুলিয়ার প্রধান সমন্বয়কারী এফ এম নুরুল ইসলাম, নির্বাহী সমন্বয়কারী রোকনুজ্জামান মনিসহ আরও অনেকে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সৈয়দপুরে জি এম কাদেরের গাড়িবহর আটকে দিলেন জাপার নেতা-কর্মীরা

    তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: নোমান

    দলীয় নেতা-কর্মীরা গাদ্দারি করেছে: আজমত উল্লা

    গাজীপুরে ভোটের আসল চিত্র উঠে এসেছে: আমীর খসরু 

    শহর-গ্রামের ডিজিটাল বৈষম্য দূর করতে হবে: ইনু

    বোবা পরিস্থিতি তৈরি করে সরকার ক্ষমতায় টিকতে চায়: রিজভী

    স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

    নতুন শিক্ষাক্রমে প্রথম এসএসসি পরীক্ষা ২০২৬ সালে 

    ৩ দিন অসুস্থ থাকার পর চিকিৎসা পেয়ে বনে ফিরল বন্য হাতি

    গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩ শতাংশ

    জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে গ্রেপ্তার ৫ 

    আপনি আমাদের লোক নন, ব্যারিস্টার আমীর–উল ইসলামকে দুলাল