রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

গৌরনদীতে চাঁদাবাজির সময় ৫ জনকে ধরে পুলিশে দিল জনতা

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৭:৪৪

গৌরনদীতে চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে কয়েকটি মিষ্টির দোকানে কয়েকজন সাংবাদিক ও সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ সময় ব্যবসায়ীরা তাঁদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা–পুলিশকে খবর দেয়।

গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় নেয়। আটকেরা হলেন আল মামুন, আব্বাস হাওলাদার, লিখন মুনশি, নাসির উদ্দিন তালুকদার ও এমদাদুল হক শেখ। গ্রেপ্তারকৃত সবার বাড়ি মাদারীপুর সদর থানায়।

এ ঘটনায় আজ শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী বাকাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নাহিদ হাছান জানান, এক বছর আগে উল্লেখিত ব্যক্তিরা সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ছবি তোলে। এরপর ভয়ভীতি দেখিয়ে ১ হাজার ২০০ টাকা নিয়ে যায়। পুনরায় গতকাল বৃহস্পতিবার তাঁরা মিলন বাড়ৈ ও তাকিফের দোকানের ছবি তুলে চাঁদা দাবি করে।

চাঁদা না দিলে ছবিগুলো বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ছাড়া একই বাজারের ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে বাড়ি ও দোকানের কাগজপত্র যাচাইয়ের নামে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। একপর্যায়ে তাঁদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা-পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মডেল থানার উপপরিদর্শক শাহজাহান বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করে থানায় নেয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার 

    নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

    ব্যবসায়ী অপহরণে সিআইডি ও র‍্যাব সদস্য, থানায় মামলা

    ঝালকাঠিতে ডোবার পানিতে তলিয়ে দুই বোনের মৃত্যু

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    নির্বাচনকালীন সরকারের ব্যাপারে অস্পষ্টতা নেই: আইনমন্ত্রী

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার 

    পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে সোমবার

    নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু