রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

শেরপুর নকল মূর্তি বিক্রি চক্রের দুজন গ্রেপ্তার

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৬:৩০

প্রতীকী ছবি বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণের মূর্তি বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণা করে নেওয়া কিছু টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৫) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোগাপাড়া গ্রামের রাবেয়া বেগম (৪২)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ বলেন, কয়েক মাস আগে গ্রেপ্তার রাবেয়া বেগম সিলেটের জাফলংয়ে বেড়াতে যান। তখন ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার লঙ্কাখোলা গ্রামের আবু জাহেদের স্ত্রী নুরেজা বেগমের (৫০) সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে রাবেয়া নুরেজাকে একটি গোপালের মূর্তি দেখিয়ে বিক্রির কথা বলেন। নুরেজা ৩ মার্চ ৪৬৫ গ্রাম ওজনের মূর্তিটি ৪ লাখ টাকায় রাবেয়ার কাছ থেকে কিনে নেন। মূর্তিটি বাড়িতে নেওয়ার পর একটি জুয়েলারি দোকানে পরীক্ষা করলে তা নকল বলে প্রমাণিত হয়। পরে ২১ মার্চ নুরেজা বেগম শেরপুর থানায় সাইফুল, রাবেয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার রাতে ওই দুজনকে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রতারণার কথা স্বীকার করেছেন। মূর্তি বিক্রির ৪ লাখ টাকা তাঁরা ছয়জন ভাগ করে নিয়েছেন। গ্রেপ্তারের সময় রাবেয়ার কাছ থেকে ১০ হাজার টাকা ও সাইফুলের কাছ থেকে ৫ হাজার টাকাসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, নকল ওই স্বর্ণের মূর্তি এখন থানা-পুলিশের হেফাজতে রয়েছে। এ ছাড়া এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার 

    নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

    ব্যবসায়ী অপহরণে সিআইডি ও র‍্যাব সদস্য, থানায় মামলা

    ঝালকাঠিতে ডোবার পানিতে তলিয়ে দুই বোনের মৃত্যু

    মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    নির্বাচনকালীন সরকারের ব্যাপারে অস্পষ্টতা নেই: আইনমন্ত্রী

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার 

    পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে সোমবার