বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তাঁরা

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৫:০৯

মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে। ছবি: সংগৃহীত রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোল চত্বর এলাকা থেকে অভিনব কায়দায় ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের আল বারাকা হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) ও রিতু (২৪)। মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘোরেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকেন। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বাচ্চা কোলে নিয়েই মনিকা ও রিতু টার্গেট নারী পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাঁদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া শুরু করেন। আর এই সুযোগে বাকি দুজন লাপাত্তা হয়ে যান। 

ওসি মহসীন আরও বলেন, মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তাঁরা বাচ্চা কোলে নিয়ে ঘোরেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে ওই নারীর মোবাইল ফোন নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশে থাকা তাঁদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা বা অন্য কোনো অজুহাতে ঝগড়া শুরু করেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান। গতকালও একই কায়দায় ছিনতাই করেন তাঁরা। ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাঁদের চক্রের সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছিনতাই চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

    কর্মচারীদের চলমান ধর্মঘটে তালা ভেঙে ভবনে ঢুকলেন জাবি উপাচার্য

    দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

    ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ

    পাবনায় বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা