রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

দেশে চালের অভাব নেই: খাদ্যমন্ত্রী

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭:১৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: আজকের পত্রিকা দেশে চালের কোনো অভাব নেই, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। একই সঙ্গে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আজ মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন রমজান মাসে চালের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘সরকার বিভিন্নভাবে সরবরাহ ও দাম মনিটরিং করে। শুধু রমজান মাসেই নয়, এ মনিটরিং সারা বছর চলে। লাইসেন্স ছাড়া কেউ এ দেশে ধান-চালের ব্যবসা করতে পারবে না। এটা করতে হলে ফুড গ্রেইন লাইসেন্স থাকতে হবে। আড়তদারদেরও এ লাইসেন্স থাকতে হবে। এটা নিয়মিত মনিটরিং হচ্ছে। ১৫ দিন পরপর কতটুকু তিনি ক্রয় করেছেন, কতটুকু বিক্রি করেছেন তার রিটার্ন দাখিল করতে হবে।’

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘ব্যাবসায়ীদের সঙ্গে মিটিং হলে তখন চালের দাম কমে। তারপর আবার বাড়ে। বাড়ার সময় ৫ টাকা বাড়লেও কমার সময় সেভাবে কমে না। ২০২৩ সালে দুর্ভিক্ষ হতে পারে, বিশ্বব্যাংকের এমন ঘোষণার পর অনেকেই অনায্যভাবে চালের দাম বাড়িয়েছেন, মজুত করেছেন। সেটা নিয়ন্ত্রণে ওএমএস বাজারে ছাড়তে হয়েছে। সরকার আমদানি করেছিল বলে বিতরণ করতে পেরেছে।’

সংকট না থাকলে আমদানি কেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমদানি বন্ধ রাখলে কৃত্রিম সংকটের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যায়। পবিত্র রমজান মাসের ধর্মীয় অনুশাসনের কথা বিবেচনা করে দাম নিয়ে কারসাজি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    সরকারের পদক্ষেপের কারণে পণ্যের মূল্য বৃদ্ধি রোধ সম্ভব হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

    পেঁয়াজের আয়ুষ্কাল কম, না হলে বাজার ভাসিয়ে দেওয়া যেত: কৃষিমন্ত্রী

    আপনি নিজে মন্ত্রী, সিন্ডিকেট থামান: শিল্প প্রতিমন্ত্রীকে কাদের

    ফাঁকা বাসায় স্বর্ণালংকার-টাকা না রেখে যাওয়ার অনুরোধ আইজিপির

    বিশাল বাজার নিয়ন্ত্রণ করা একটু কঠিন: চিনির দাম বাড়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী

    সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মঙ্গল শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত প্রত্যাহার

    শেয়ারট্রিপের জন্য ইস্টার্ন ব্যাংকের ১ কোটি টাকা স্টার্টআপ ঋণ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব অসহনীয় বিপর্যয় আনবে: চীনের প্রতিরক্ষামন্ত্রী

    টেকনাফে রোহিঙ্গা কিশোরের কবজি কেটে ফেরত দিল অপহরণকারীরা 

    ট্রেনের যাত্রাবিরতি দাবি, বিক্ষোভ–ভাঙচুর স্টেশন মাস্টারকে মারধর

    মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন