সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

রেলস্টেশনের টিভিতে পর্নো সিনেমা, হকচকিয়ে গেলেন যাত্রীরা

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০০:৫৫

 টানা তিন মিনিট চলে পর্নো ভিডিও। ছবি: সংগৃহীত রেলস্টেশনের টিভি স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল পর্নো সিনেমার দৃশ্য। রীতিমতো নীল ছবিই চলতে থাকল কিছুক্ষণ। দর্শকেরা মুখ লুকিয়ে দৌড়ালেন। সেই ছবি চলল টানা তিন মিনিট! এরপর টনক নড়ে কর্তৃপক্ষের। তাড়াহুড়ো করে টিভি বন্ধ করা হয়। 

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের পাটনা রেলওয়ে স্টেশনে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত রোববার সকাল সাড়ে ৯টা নাগাদ। 

রেল স্টেশনের টিভি স্ক্রিনটিতে সাধারণত বিজ্ঞাপন দেখানো হয়। কিন্তু সেদিন হঠাৎ করে প্রাপ্তবয়স্কদের সিনেমা চলতে শুরু করে। স্টেশনের উপস্থিত মানুষেরা হতবাক হয়ে যান। পরে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কাছে অভিযোগ দেওয়া হয়। 

ওই ঘটনার ঝাপসা করা ক্লিপ টুইটারে ভাইরাল হয়েছে।

অভিযোগ দেওয়ার পরও জিআরপি পদক্ষেপ নিতে দেরি করে। তখন আরপিএফ থেকে এভাবে টিভি স্ক্রিনে বিজ্ঞাপন চালানোর পরিবর্তে নীল ছবি দেখানোর জন্য দায়ী সংস্থা দত্ত কমিউনিকেশনের সঙ্গে যোগাযোগ করে। এজেন্সিটি তখন অপারেটরদের ক্লিপটির রিলে বন্ধ করতে বলে। 

পরে রেলওয়ে কর্মকর্তারা এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। দত্ত কমিউনিকেশনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সংস্থাটিকে জরিমানা করার পাশাপাশি রেলওয়ের কালো তালিকাভুক্ত করা হয়েছে। 

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্টেশনে স্থাপিত টিভি স্ক্রিনে বিজ্ঞাপন চালানোর কাজ পেয়েছিল যে এজেন্সি তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। কেন পর্নো ক্লিপটি বিশেষভাবে ১০ নম্বর প্ল্যাটফর্মে চালানো হয়েছিল তা নিয়েও প্রশ্ন করেছেন কর্মকর্তারা। 

জনসমাগম স্থলে স্থাপিত স্ক্রিনে ভুল জিনিস প্রদর্শনের ঘটনা ভারতে এটিই প্রথম নয়। এর আগে গত বছর মুম্বাইয়ের ওয়ারলিগামী সড়কে স্থাপিত এলইডি ডিসপ্লে বোর্ডে ‘দৈনিক গাঁজা সেবন করুন’—এমন বার্তা ভেসে উঠেছিল। পরে এটিকে ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে দাবি করা হয়। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ওয়ারলির রাস্তায় বাইকার এবং গাড়ি চালকেরা বার্তাটি দেখেছিলেন। এই ঘটনার ছবি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এলইডি বোর্ডটি হাজি আলী দরগা থেকে শহরের ওরলি নাকা মোড়ের দিকে যেতে একটি মোড়ে অবস্থিত।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     
    বিচিত্র

    সাগরের ওপর দিয়ে ১১৩ মাইলের মহাসড়ক

    বিচিত্র

    কল্পনা নয়, সত্যি এমন সুন্দর স্টেডিয়াম আছে

    বিচিত্র

    অ্যান্টার্কটিকায়ও আছে ডাকঘর, কী করেন এর কর্মীরা

    বিচিত্র

    সবচেয়ে ছোট বিমানপথের দৈর্ঘ্য পৌনে দুই মাইল, সময় লাগে দেড় মিনিট

    বিচিত্র

    ডলফিনেরা মানুষের সঙ্গ পেতে হাজির হয় যে সৈকতে

    সুইমিংপুলে মহিষের পাল, ২৫ হাজার পাউন্ড মাশুল গুনল বিমা কোম্পানি

    ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

    বাংলাদেশে আসা নিয়ে মার্তিনেজ বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি’

    ইউনিলিভার ও বুয়েটের মধ্যে গবেষণায় অংশীদারত্ব নিয়ে চুক্তি সই

    রাজ ধনেশ পাচারের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

    বেলকুচিতে মোটরের সঙ্গে শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

    জীবন দিয়ে হলেও ভোটচোরকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব: মির্জা ফখরুল