বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

ইবিতে ছাত্রী নির্যাতনের সিসিটিভি ফুটেজ না থাকা ‘নিতান্তই কারিগরি ত্রুটি’

আপডেট : ২০ মার্চ ২০২৩, ২৩:০৩

ফাইল ছবি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের সিসিটিভি ফুটেজ সংগ্রহে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

এর আগে ৭ মার্চ সিসিটিভি ফুটেজ সংগ্রহে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে হল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ সরবরাহ করতে ব্যর্থ হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত এবং ক্যামেরা সিস্টেম আরও কার্যকরভাবে পরিচালনা করা যায় কীভাবে, সে বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।

জানা যায়, তদন্ত প্রতিবেদনে সিসিটিভি ফুটেজ দিতে ব্যর্থ হওয়ার কারণ ও সংরক্ষণের জন্য চারটি সুপারিশ করা হয়। এ ছাড়া প্রতিবেদনটি হাইকোর্ট বিভাগের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়কে ডাকযোগে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস নিজস্ব ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা স্থাপন ও পরিচালনা করে থাকে। বিশেষ অনুরোধে আইসিটি সেল তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে।

অন্যান্য অফিসের ন্যায় দেশরত্ন শেখ হাসিনা হলে হল প্রশাসনের তত্ত্বাবধানে আটটি সিসি ক্যামেরা ও একটি ডিভিআর সিস্টেম স্থাপন করা আছে। কিন্তু দীর্ঘদিন সার্ভিসিং না করায় ডিভিআর সিস্টেমের মাদার বোর্ডের ব্যাটারি অকেজো হয়ে পড়ে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে ডিভিয়ার সিস্টেমের ইন্টারনাল ঘড়ির সময় রিসেট হয়ে যায়।

ডিভিয়ার সিস্টেমে ভিডিও সময়ের বিপরীতে সংরক্ষিত থাকে। ফলে প্রতিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে নতুন ভিডিও আগের ভিডিও’র ওপর প্রতিস্থাপিত হয়। এ কারণে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি রাতের ঘটনার ভিডিও ফুটেজ সরবরাহ করা যায়নি। যা নিতান্তই একটি কারিগরি ত্রুটি হিসেবে বিবেচনা করার কথা উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে সিসি ক্যামেরা কার্যকরভাবে সচল রাখার জন্য চারটি সুপারিশ হলো-বিভিন্ন অফিসের সিসি ক্যামেরা সিস্টেম নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা। সিসি ক্যামেরা স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ প্রদানের ব্যবস্থা করা। অনলাইন ইউপিএসের মাধ্যমে ক্যামেরা সিস্টেমের সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ও আউটডোর ক্যামেরাগুলোতে বৃষ্টি প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা।

উল্লেখ্য, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত ১ মার্চ সানজিদা অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে ক্যাম্পাস থেকে সাময়িক বহিষ্কার, হল প্রভোস্টকে প্রত্যাহার, ভুক্তভোগীর নিরাপত্তা ও তার পছন্দের হলে ওঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে সেদিনই হল প্রভোস্টকে প্রত্যাহার করে প্রশাসন।

এ ছাড়া গত ৪ মার্চ পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে সাত কার্যদিবসের মধ্যে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে তাঁদের হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    হোমনায় এক রশিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু

    এবার জনগণ সরকারের লাইন কেটে দেবে: আসাদুল হাবিব দুলু

    সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

    পাবনায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    হোমনায় এক রশিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সেনা সদস্যের মৃত্যু: জামিন পেলেন সিসিকের দুই প্রকৌশলী ও ঠিকাদার

    জাতীয় চিড়িয়াখানায় হায়নার থাবায় হাত হারাল শিশু

    পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু

    এবার জনগণ সরকারের লাইন কেটে দেবে: আসাদুল হাবিব দুলু

    ভোটের সময় হয়রানিমূলক কোনো মামলা নয়: সংসদে আইনমন্ত্রী