Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৬:৫০

 মানিকগঞ্জের সাইফুল ইসলাম কমল হত্যা মামলায় শিমুল আহমেদ (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডও প্রদান করা হয়েছে। 

আজ রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

নিহত খন্দকার সাইফুল ইসলাম কমল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাশিমপুর এলাকার খন্দকার রেজাউল ইসলামের ছেলে। 

দণ্ডিত শিমুল আহমেদ ঢাকা জেলার ধামরাই উপজেলার ইশাননগর এলাকার মোস্তাফিজুর রহমানে ছেলে। তিনি জমি বেচাকেনার ব্যবসা করতেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ এপ্রিল জমি বেচাকেনার বিরোধের জেরে ব্যবসায়ী খন্দকার সাইফুল ইসলাম কমলকে পিটিয়ে হত্যা করেন শিমুল আহমেদ। এরপর ঘাতক শিমুল আহমেদ নিহত সাইফুল ইসলামের পরিবারকে জানান সাইফুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। নিহতের মরদেহের ময়নাতদন্তের পরে বিষয়টি জানাজানি হলে ২০ এপ্রিল নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে রিমন মিয়া, ফয়েজ আহমেদ, শিমুল আহমেদ, সুজন মিয়া, ওমর ফারুক ও আব্দুস সালামকে আসামি করে সিঙ্গাইর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর পর জামিনে বের হয়ে যান আসামিরা। 

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী আব্দুল আওয়াল তদন্ত শেষে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর রিমন মিয়া, ফয়েজ আহমেদ, শিমুল আহমেদ, সুজন মিয়া, ওমর ফারুক ও আব্দুস সালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে শিমুল আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আদালত অভিযুক্ত শিমুল আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। এ মামলায় জড়িত না থাকায় বাকি আসামিদের খালাস প্রদান করা হয়। 

এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুরনাথ সরকার সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী কে এম কায়সার উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক

    কর্ণফুলী সদরঘাট : শ্রমিক থেকে ঘাটের ত্রাস

    পুলিশকে ছুরিকাঘাত: দুজন আটক, ছুরি-পাইপ নিয়ে টিনের চালে মূল হোতা

    স্থলবন্দরে ট্যাক্স জালিয়াতি, ৫ ভারতীয় নাগরিক আটক

    নির্বাচন নিয়ে সংলাপের আমন্ত্রণ আ.লীগের ‘লেটেস্ট কৌশল’: মির্জা ফখরুল 

    মিথ্যা বলে মেসিদের খেলা দেখতে এসে চাকরি হারালেন তরুণী

    ‘বাইচ্চাগুলার মুখে একটু মাছ-মাংস দিতি পারি নে’

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    তৃতীয় কন্যার বাবা হলেন মার্ক জাকারবার্গ 

    আমেরিকার নিজের বেলায় এক নীতি, অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী