রাজশাহীর পুঠিয়ায় গোয়ালঘর থেকে শারমিন খাতুন (২৪) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার পালোপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আক্তার আলীর মেয়ে এবং পুঠিয়া মহিলা কলেজের ডিগ্রির ছাত্রী ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
এ নিয়ে শারমিন খাতুনের ভাই মিজানুর রহমান বলেন, ‘প্রতিদিনের মতো আজও সকাল ৬টার দিকে শারমিন ঘুম থেকে ওঠে। পরিবারের সবার সঙ্গে ঠিকঠাক কথাও বলেছে। এরপর সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় শারমিন গরুর ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।’
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিক তদন্তে দেখা গেছে কলেজছাত্রীটি আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে