Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ব্যানারে এমপির নাম না থাকায় সংঘর্ষ, আহত ৫ 

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২৩:৫২

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছিড়ে ফেলা ব্যানার। ছবি: সংগৃহীত সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আওয়ামী লীগের দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়া ও ব্যানারে এমপির নাম না থাকাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সংঘর্ষ হয়। 

সংঘর্ষে আহতদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা অলিভ মন্ডল ও রুবেল তালুকদারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সমর্থক বলে জানা গেছে। 

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল আসার পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করি। এরপর দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার আগেই দলীয় কার্যালয়ে টানানো ব্যানারে সংসদ সদস্যের নাম না থাকাকে কেন্দ্র করে এমপির লোকজন আমার ওপর চড়াও হন। আমি বলি এটা দলের ব্যানার; এখানে শুধু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি আর নাম থাকবে। নিচে আয়োজনে উপজেলা আওয়ামী লীগ লেখা রয়েছে। কিন্তু তখন তাঁরা উত্তেজিত হয়ে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আমার সমর্থকদের ওপর হামলা করেন।’ 

এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলকে একাধিকবার মোবাইলে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমপির ব্যক্তিগত সহকারী সেলিম সরকার বলেন, আব্দুল মমিন মন্ডল উপজেলা আওয়ামী লীগের ব্যানারে নাম না থাকার বিষয়ে দলের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে আশানুর বিশ্বাসের কিছু লোকজন কথাটি নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। এতে উভয়ের সমর্থকদের মধ্যে সামান্য হাতাহাতি হয়। 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকেই দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। 

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান বলেন, আজকের এই দিনে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবো।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    শকুন মৃত্যুর ঘটনায় বন বিভাগে মামলা

    পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১ 

    সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    কেশবপুরে ছড়িয়ে পড়েছে গরুর ‘লাম্পি স্কিন’ রোগ, চিকিৎসায় ভরসা কবিরাজ

    সূর্যমুখীর হাসিতে লাখ টাকার স্বপ্ন

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের

    ব্রাজিলে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ১৩ 

    শকুন মৃত্যুর ঘটনায় বন বিভাগে মামলা

    পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১ 

    বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তাঁরা