সাতক্ষীরায় কারাগারে ফকরুল ইসলাম (৩৩) নামের এক আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
মৃত ফকরুল সাতক্ষীরা সদর উপজেলার বিহারীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ফকরুল তাঁর স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় মাসখানেক সাতক্ষীরা জেলা কারাগারে ছিলেন।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, ফকরুল আগে থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে মারা যান।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে