Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

টিসিবির পণ্য না পেয়ে বিক্ষোভ, নারীদের বেধড়ক পেটাল ডিলারের লোকেরা

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২৩:৪৩

টিসিবির ডিলারের লোকদের মারধরে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত ঢাকার সাভারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে গিয়ে ডিলারের লোকজনের হামলায় ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে। আহত একই পরিবারের দুই নারীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও কার্ডধারী অর্ধশত মানুষ পণ্য পাননি। বিকেলে তাঁরা বিক্ষোভ শুরু করলে ডিলারের লোকজন তাঁদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। আহতরা হলেন— সাভারের ওয়াপদা রোডের মো. সেলিমের স্ত্রী হোসনে আরা (৪০) ও হোসনে আরার বোন বিউটি বেগম (৪২)। 

আহতদের পরিবারের সদস্যরা জানান, আজ সকাল থেকে কার্ডধারীরা টিসিবির পণ্য কিনতে সাভারের পঞ্চবটি আশ্রম এলাকায় জড়ো হন। তাঁদের সঙ্গে হোসনে আরা ও বিউটি বেগমও পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করে হোসনে আরা ও বিউটিসহ প্রায় অর্ধশত কার্ডধারী পণ্য কিনতে পারেননি। তখন তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় সেখানে উপস্থিত মো. শফিক নামের এক ব্যক্তি বাঁশ দিয়ে বিক্ষুব্ধদের পেটানো শুরু করেন। এতে হোসনে আরা ও বিউটি বেগমসহ ৮-১০ জন আহত হন। আঘাত গুরুতর হওয়ায় তাঁদের দুজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহত হোসনে আরার ছেলে ওমর শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘কার্ডধারী অনেকেই আজ টিসিবির পণ্য পাননি। এর প্রতিবাদ করায় আমার মা ও খালাসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করেন ডিলারের লোকজন।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলার ফরিদা খন্দকারের জামাতা শরিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘লোকজনের প্রচুর ভিড় ছিল। যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের মধ্যে কেউ মহিলাদের আঘাত করে থাকতে পারে।’ 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মাদ্রাসার দেয়াল ধসে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

    সাতক্ষীরায় ঘের থেকে মৎস্যজীবীর মরদেহ উদ্ধার 

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    শকুন মৃত্যুর ঘটনায় বন বিভাগের মামলা

    পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১ 

    বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তাঁরা

    মাদ্রাসার দেয়াল ধসে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

    সাতক্ষীরায় ঘের থেকে মৎস্যজীবীর মরদেহ উদ্ধার 

    ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের