Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

বারের নির্বাচনে প্রধান বিচারপতির করণীয় নেই: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৬:২৮

হাতাহাতির সময় উভয় পক্ষ একে অপরকে উদ্দেশ করে নানা স্লোগান দেয়। ছবি: আজকের পত্রিকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে প্রধান বিচারপতির করণীয় কিছু নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধান বিচারপতি বলেছেন, এটা আমাদের বিষয় না। এটা বারের বিষয়। এখানে প্রধান বিচারপতির করণীয় কিছু নেই। আপনারা বারের সিনিয়র আইনজীবীদের নিয়ে বসে আলাপ করে সমস্যার সমাধান করেন। সবাই মিলে পরিবেশ সুষ্ঠু রাখার চেষ্টা করেন।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি বিচারপতিদের ডেইলি স্টারের একটি ছবি দেখিয়ে বলেছি, বাঁশ হাতে ভাঙচুরে জড়িত আইনজীবী বিএনপিপন্থী। সে আওয়ামী লীগপন্থী না। উভয় পক্ষই যখন এমন করে তখন কী করণীয় জানতে চাইলে আমি বলেছি, মমতাজ উদ্দিন ফকির ও আবদুন নূর দুলাল যখন নির্বাচন করতে গেল তখন বাধা দিচ্ছিল। সেই পর্যায়ে সেখানে পুলিশ প্রবেশ করে। আগের দিনই বারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছিল। কারণ, আগের দিন রাতেই বিএনপি-সমর্থক লোকজন ব্যালট পেপার ছিনতাই করে নিয়েছিল।’

ভোটের পরিবেশ সুষ্ঠু আছে কি না, জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘পরিবেশ সুষ্ঠু রাখতে হলে দুই পক্ষকেই সমানভাবে দায়িত্ব নিতে হবে। একপক্ষ ব্যালট ছিঁড়ে নিয়ে যাবে, অপরপক্ষ বাধা দেবে, তাহলে পরিবেশ ঠিক থাকবে কী করে? কাকে দোষ দেবেন? বিএনপি তো প্রথম থেকেই নির্বাচন করতে চাচ্ছিল না। আগের দিন রাতে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে। আর বিএনপি-সমর্থকেরা পুনরায় নির্বাচন দাবি করতেই পারে। তবে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এবং শত শত আইনজীবী লাইন ধরে ভোট দিচ্ছেন।’

এ ছাড়া সাংবাদিকদের ওপর হামলায় দুঃখ প্রকাশ করেন তিনি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

    ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা-ভাঙচুর

    রাবিতে সংঘর্ষ: নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ