Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

এই দলকে সময় দেওয়া উচিত

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১১:৩৪

হাবিবুল বাশার সুমন। ফাইল ছবি নতুন এক যাত্রা শুরু হয়েছে আমাদের। তবে যাত্রাটা অনেক লম্বা। আমাদের অনেক দূর যেতে হবে। এই সিরিজটা আমরা খুব ভালো করেছি। এটা এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তবে শুরু তো অবশ্যই। এটা একটা তরুণ দল। আর চাপ তো ছিলই, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি। কয়েকটা বক্সে টিক মার্ক দেওয়া দরকার ছিল। বেশির ভাগ বক্সে টিক দিতে পেরেছি। কিছু ব্যক্তিগত অর্জনও ছিল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, দলের সবাই অবদান রেখেছে। যখন দরকার হয়েছে, সবাই অবদান রেখেছে। শেষ ম্যাচে মেহেদী হাসান মিরাজের বেশি কিছু করা হয়নি। ওই রানআউটে ম্যাচের চেহারা বদলে গেছে। নাজমুল হোসেন শান্ত রান করেছে, ফিল্ডিংয়েও দুর্দান্ত করেছে। রনি তালুকদার হয়তো বড় কিছু করেনি। তবে শুরুতে ছন্দ এনে দিয়েছে। লিটন দাস দুই ম্যাচে রান পায়নি। শেষ ম্যাচে রান করেছে। তৌহিদ হৃদয় ছোট ছোট কিছু কার্যকরী ইনিংস খেলেছে।

আমাদের ফিল্ডিংটা ভালো হচ্ছিল না। ক্যাচিংয়ে তেমন একটা সমস্যা হয়নি। তবে গ্রাউন্ড ফিল্ডিং খুব একটা ভালো হচ্ছিল না। এবার গ্রাউন্ড ফিল্ডিংটা অসাধারণ হয়েছে। ক্যাচ তো আছেই। একটা-দুইটা ক্যাচ, রানআউট ম্যাচের মোমেন্টাম বদলে দেয়। এবার সেটা হয়েছে। ফিল্ডিংয়ে আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারি না। এক ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং করি, আবার পরের ম্যাচে খারাপ ফিল্ডিং করি। এবার ধারাবাহিকভাবে ভালো ফিল্ডিং করেছি। গ্রাউন্ড ফিল্ডিং গুরুত্বপূর্ণ। কারণ, ক্যাচ আসে হয়তো একটা। তবে বল তো অনেকবার আসে। ফিল্ডিং ভালো হলে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি হয়। রানিং বিটুইন দ্য উইকেট পার্থক্য গড়ে দিয়েছে। ইংলিশ বোলাররা খারাপ বোলিং করেনি। ভালো বোলিং করেছে। আমরা এক-দুই রান নিয়েছি। আমাদের ওপর চাপ তাই কখনোই ছিল না। রানিং বিটুইন দ্য উইকেট গুরুত্বপূর্ণ ছিল। আমরা দুই রান নিয়েছি, এক রান নিয়েছি।

আরও প্রাপ্তির কথা যদি বলি, সিরিজ শেষ এই যে ভালো ভালো কথা বলছি, এটাও তো সব সময়ই হয় না। এই দলকে সময় দেওয়া উচিত। সব সময়ই এক রকম যাবে না। তবে প্রক্রিয়া ঠিক আছে আমাদের।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    সাহ্‌রির ফজিলত ও আদব

    ভোটের মাঠে

    কুষ্টিয়া-২: ইনুর বাধা আ.লীগ নেতারা

    চারটি সেতু ভেঙে রড চুরি, দেখার কেউ নেই

    অযথা ৪২ কোটি টাকার যন্ত্র কেনার উদ্যোগ

    সেই হেলিকপ্টারে বসে বঙ্গবন্ধু চোখের জল ফেলেছেন

    এগিয়ে যেতেই হবে

    এডারসনের পর আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবলের সভাপতিও

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

    এক ইনিংসে ২২ ছক্কা, গেইলের রেকর্ড ভেঙে দিলেন চার্লস

    মুরের সূত্র যেভাবে বদলে দিয়েছে কম্পিউটারের ভবিষ্যৎ 

    সাবরেজিস্ট্রারের চেয়ারে বসে ঘুষ নেন ঝাড়ুদার

    এবার বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মেয়ের