Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

এবার চলচ্চিত্র পরিচালনায় হুমায়ূন

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৯:১২

আহম্মেদ হুমায়ূন। ছবি: সংগৃহীত সংগীত পরিচালক হিসেবে পরিচিতি পেয়েছেন আহম্মেদ হুমায়ূন। প্রায় দুই দশক ধরে বাংলা চলচ্চিত্রের সংগীত পরিচালনার সঙ্গে যুক্ত তিনি। এই দীর্ঘ সময়ে প্রায় ১০০টি সিনেমায় কাজ করেছেন। ‘টাইগার নাম্বার ওয়ান, ‘জটিল প্রেম’, ‘অগ্নি’, ‘সুইটহার্ট’, ‘ধূমকেতু’, ‘পোড়ামন টু’, ‘মুখোশ’সহ অনেক সিনেমায় রয়েছে আহম্মেদ হুমায়ূনের গান। বেশ কিছু সিনেমায় প্লেব্যাকও করেছেন তিনি।

আহম্মেদ হুমায়ূন এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। চলচ্চিত্র পরিচালনা করবেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি হবে তাঁর প্রথম সিনেমা ‘পটু’। সিনেমার গল্প এবং চিত্রনাট্যও তাঁর লেখা। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান একটি পোস্টার প্রকাশ করে নতুন এ সিনেমার ঘোষণা দিয়েছে। আহম্মেদ হুমায়ূন জানিয়েছেন, সিনেমাটির শিল্পী নির্বাচনের কাজ চলছে। রোজার ঈদের পরপরই রাজশাহীতে শুরু হবে ‘পটু’ সিনেমার শুটিং।

আহম্মেদ হুমায়ূন বলেন, ‘অনেক বছর ধরে সিনেমার গান তৈরি করছি। সেটা করতে করতেই সিনেমা নির্মাণের বিষয়টি মাথায় আসে। দুই বছর ধরে সিনেমাটির চিত্রনাট্য লিখেছি। এবার শুটিংয়ের অপেক্ষা। টানা ২০ দিন রাজশাহীতে  শুটিং করার পরিকল্পনা করেছি আমরা। থ্রিলারধর্মী এ সিনেমায় কারা অভিনয় করছেন, সেটা শিগগিরই জানাব।’

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া বরাবরই নতুন মেধাকে গুরুত্ব দিয়েছে। পটু সিনেমার মাধ্যমেও আরেকজন নতুন নির্মাতার আবির্ভাব হতে যাচ্ছে। জাজের অনেক সিনেমার সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। মাসুদ রানা সিনেমার থিম সংগীত রেকর্ডিংয়ের সময় সে একটি গল্প শোনায়। গল্পটি ভালো লাগে। সেই থেকে শুরু হয় পটু সিনেমার কাজ। আমাদের বিশ্বাস, আহম্মেদ হুমায়ূন ভালো কিছু উপহার দেবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সমস্যায় জর্জরিত সিলেটের বিসিক নগরী

    ভোটের মাঠে

    সিরাজগঞ্জ-২: এবার লড়াইটা হবে হাড্ডাহাড্ডি

    জেলা, মহানগরে আজ বিএনপির অবস্থান কর্মসূচি

    আগাম নির্বাচনেও প্রস্তুত ইসি

    আজকের রাশিফল

    বৃষ্টির ধারা এপ্রিলেও থাকবে, বাড়বে গরম

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ