Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি, স্কুলছাত্রকে বললেন শামীম ওসমান

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৮:৫০

নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ে আজ বুধবার বক্তব্য দেওয়ার সময় শামীম ওসমান। ছবি: আজকের পত্রিকা পরিবার রাজি না হলে কিশোরী প্রেমিকাকে বাড়ি থেকে এনে বিয়ের পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ বুধবার সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে মঞ্চে তুলে এমন পরামর্শ দেন তিনি। তাঁর এই পরামর্শের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ বিকেলে কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শামীম ওসমান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে দর্শকের সারি থেকে এক স্কুলছাত্র হাত উঁচিয়ে বলে, ‘খেলা হবে স্লোগান আরেকবার হবে।’ বিষয়টি দৃষ্টিগোচর হয় শামীমের। তিনি স্কুলছাত্রকে ডাক দিয়ে সামনে আসতে বলেন। পরে স্কুলছাত্রকে স্টেজে তোলেন। এ সময় মাইকে বলতে বললে ছাত্রটি খেলা হবে স্লোগান দেওয়ার কথা জানায়। শামীম ওই ছাত্রের শ্রেণি জানতে চাইলে সে জানায়, ‘ক্লাস টেন।’

শামীম ছাত্রের উদ্দেশে বলেন, ‘বান্ধবীটান্ধবী আছে এখানে?’ ছাত্রের হ্যাঁ সূচক মন্তব্যের পরে জানতে চান, “ডানে-বামে নাকি পেছনে আছে?’ ছাত্রও দুষ্টামির ছলে বলে, ‘পুরো মাঠেই আছে।’ পাল্টা প্রশ্ন করে সংসদ সদস্য বলেন, ‘এটা জিজ্ঞেস করেনি, ওইখানে আছে কি না?’ এর উত্তরে স্কুলছাত্র জানায়, ‘অন্য কোথাও নাই।’ শামীম বলেন, ‘বাইচ্চা গেসোস, নাইলে তোর বাপ আজকে পিঠের চামড়া উঠাইত।’

এরপর শামীম ওই স্কুলছাত্রকে পরামর্শ দিয়ে বলেন, ‘যদি একটা পছন্দ কইরাই ফালাস। আর যদি মেয়েও পছন্দ কইরা ফালায়। তারপর শ্বশুরবাড়ি যদি বক্তাবলী না হয়। নদীর ওই পারে হয়। আর যদি বক্তাবলীর ছেলের কাছে না দেয় মেয়ে। তাইলে ওই শ্বশুরবাড়ির সামনে যাইয়া আমরা কী বলব? খেলা হবে, খেলা হবে। মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক

    ‘বাইচ্চাগুলার মুখে একটু মাছ-মাংস দিতি পারি নে’

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    তৃতীয় কন্যার বাবা হলেন মার্ক জাকারবার্গ 

    আমেরিকার নিজের বেলায় এক নীতি, অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    ইফতারের ৫ সুন্নত