Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

চাঁদপুরে জাটকা ধরার অভিযোগে আটক ৯ জেলে 

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১০:৪৩

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম থেকে জাটকা ধরার অভিযোগে আটক ৯ জেলে। ছবি: আজকের পত্রিকা নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম থেকে জাটকা ধরার অভিযোগে ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৬ লাখ ৩২ হাজার ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৬৩ কেজি জাটকা জব্দ করা হয়।

আজ বুধবার (১৫ মার্চ) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।

ওসি কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেকে আটক করা হয়। এর মধ্যে দুই জেলে রুবেল ও রাজন অপ্রাপ্তবয়স্ক। তাই তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাত জেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। জব্দ করা নিষিদ্ধ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ-পুলিশের হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।’

আটক জেলেরা হলেন আবদুল আলী (৪৫), আনোয়ার ব্যাপারী (৪৮), সাদেক আলী মোল্লা (৪০), নুর মোহাম্মদ ব্যাপারী (২২), মান্নান খান (২১), মো. নুরু শেখ (৩৫), মো. ইউসুফ ঢালি (১৯), মো. রুবেল (১৩) ও মো. রাজন (৯)। তাঁদের সবার বাড়ি চাঁদপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    ‘আমি সাঁতার জানি, ডুবে গেলে রক্ষার দায়িত্ব নিব’

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড