Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ঈদে রোশানের দুই সিনেমা

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৮:৫৪

জিয়াউল রোশান। ছবি: সংগৃহীত গতবারের মতো এবারের ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল তাঁর ‘সাইকো’ সিনেমাটি। এবার একটি নয়, রোজার ঈদ উপলক্ষে মুক্তি পাবে তাঁর দুটি সিনেমা। এবারই প্রথম কোনো ঈদে এ নায়কের একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে। একটি সৈকত নাসিরের পরিচালনায় ‘পাপ’, অন্যটি নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বীন’। দুটি সিনেমাই তৈরি হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে।

‘জ্বীন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল করোনার আগেই। ২০২০ সালের শুরুর দিকে মুক্তির তারিখও নির্ধারণ হয়েছিল। করোনা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে সে সময় মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে ‘জ্বীন’ সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। ভৌতিক গল্পের এ সিনেমায় রোশানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন মুন। এ ছাড়া আরও রয়েছেন আব্দুন নূর সজল ও পূজা চেরি। সিনেমার গল্পে দেখা যাবে, পূজার ওপর এক জিন ভর করে। এরপর তাঁকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা। সে সমস্যা সমাধান করতে আবির্ভাব ঘটে রোশানের।

অন্যদিকে থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘পাপ’ সিনেমাটি। এতে রোশানের বিপরীতে রয়েছেন ববি। পরতে পরতে টুইস্টে ভরা এই সিনেমায় ভিন্ন লুকে দেখা যাবে রোশানকে। সাদা চুল, মাথায় কাটা দাগ—এমন লুকেই দর্শকের সামনে হাজির হবেন তিনি। নতুন লুক প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনাও শুনতে হয়েছিল তাঁকে। তবে রোশান মনে করেন, সিনেমাটি মুক্তি পাওয়ার পর সবার ধারণা পাল্টে যাবে। রোশান-ববি ছাড়াও এতে অভিনয় করেছেন জাকিয়া মাহা, আরিয়ানা, আমান রেজা প্রমুখ।

মুক্তির অপেক্ষায় থাকা দুটি সিনেমা নিয়েই আশাবাদী রোশান। তিনি বলেন, ‘এটি আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। এবারই প্রথম কোনো ঈদে আমার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। ভিন্ন ভিন্ন হলে মুক্তি পেলেও সারা দেশে আমার সিনেমা থাকবে। বিষয়টি ভেবেই খুব ভালো লাগছে। বর্তমান প্রেক্ষাপটে একসঙ্গে এক অভিনেতার দুটি সিনেমা মুক্তি পাওয়া সহজ কথা নয়। সিনেমা দুটির গল্প আমাদের দেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন। বলা যায়, দর্শক নতুন কিছুর সাক্ষী হতে চলেছেন।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আ.লীগে প্রার্থীজট, নির্ভার বিএনপি

    ব্যান্ডে নতুন গানের জোয়ার

    ‘লড়াইটা এবার আইনিভাবে হবে’

    নতুন ১২ সিরিজ ও সিনেমার ঘোষণা

    সেঞ্চুরি হাঁকালেন রণবীর-শ্রদ্ধা জুটি

    কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক: থাকছে না নয়-ছয় নীতি

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড