Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নাসিক ভবনে পরিচ্ছন্নতাকর্মীদের ময়লা নিক্ষেপ, খেপে গেলেন আইভি

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২২:৪৩

বেতন বৃদ্ধিসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নগর ভবন প্রাঙ্গণে ময়লা নিক্ষেপ করে আন্দোলন করেন নাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা বেতন বৃদ্ধিসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পরিচ্ছন্নতাকর্মীরা নগর ভবন প্রাঙ্গণে ময়লা নিক্ষেপ করেছেন। এতে ক্ষুব্ধ হন নাসিক মেয়র আইভী। পরে কার্যালয় থেকে নিচে নেমে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। 

আজ মঙ্গলবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এ ছাড়া মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ নগর ভবনে আসা অতিথিদের অবরুদ্ধ করার চেষ্টা করেন বিক্ষুব্ধ কর্মীরা। 

এর আগে সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের আন্দোলনের একপর্যায়ে নগর ভবনের নিচে পার্ক করে রাখা গাড়িতে আবর্জনা ফেলে দেন তাঁরা। 

এ সময় মেয়র আইভী নিচে নেমে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সবার বেতন ৩ মাস আগেই বেড়েছে। কিন্তু আমরা কারও টাকা দিতে পারি নাই; কারণ টাকা নাই। শুধু আপনাদের না, নাসিকের কোনো কর্মকর্তা কর্মচারীই নতুন বেতন পাননি। আপনাদের ৮ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে। বাসা ভাড়া বাবদ পাবেন ৫ হাজার। আপনারা আমার বিরুদ্ধে আন্দোলন করেন, স্লোগান দেন, অবরুদ্ধ করেন সমস্যা নাই। কিন্তু ময়লা ফেলার মতো দুঃসাহস কীভাবে দেখালেন! এটা কেমন আচরণ!’ 

ময়লা নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন মেয়র আইভী। ছবি: আজকের পত্রিকা এ সময় মেয়র বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাই করার কথা বলেন তিনি। পাশাপাশি বেতন বৃদ্ধির বিষয়টি কেন জানানো হয়নি এ নিয়ে পরিচ্ছন্নতা কর্মকর্তা শ্যামল পালকে ভর্ৎসনা করেন মেয়র। পরে মেয়রের অনুপস্থিতিতে পরিচ্ছন্নতাকর্মী শ্যামল পালের ওপর ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় তাঁকে। 

নাসিক মেয়র বলেন, ‘পরিকল্পিতভাবে একটি মহলের উসকানিতে তারা এ রকম আচরণ ও দুঃসাহস দেখিয়েছে। তাদের বেতন বেড়েছে, তাদের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে কিছুটা আর্থিক সংকটের কারণে নতুন বেতন বাস্তবায়নের অপেক্ষায় আছে। তাদের এই আচরণের পেছনে কারা কারা রয়েছেন তা আমি ভালো করেই জানি। এদের ব্যবহার করে নাসিকের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করার পরিকল্পনা চলছে।’ 

নাসিক ভবন প্রাঙ্গণে নিক্ষেপ করা ময়লার একটি অংশ। ছবি: আজকের পত্রিকা নাসিকের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল বলেন, ‘আমাদের অন্তত ১ হাজার ২৪০ জন পরিচ্ছন্নতাকর্মী আছে যাদের কোনো নিয়োগপত্র নাই। দৈনিক ১৭৫ টাকা বেতনে কীভাবে চলব আমরা? অনেক দিন ধরেই বেতন বাড়ানোর কথা বলে আসছি। সে জন্যেই আজকের এই আন্দোলন।’ 

পরিচ্ছন্নতাকর্মীদের ছয় দফা দাবিগুলো হলো—শ্রম আইন ২০০৬ মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও সকল পরিচ্ছন্নতাকর্মীর চাকরি স্থায়ীকরণ, কর্মীদের ন্যূনতম দৈনিক বেতন ৬৫০ টাকা ও ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করা, প্রত্যেক শ্রমিকের বেতনের সমপরিমাণ ঈদ ও পূজার বোনাস প্রদান, প্রতি ওয়ার্ডে দুজন করে ডোম নিয়োগ, পরিষ্কার-পরিচ্ছন্নতা চলার সময় শ্রমিক দুর্ঘটনায় নিহত হলে লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং স্বাভাবিকভাবে মৃত্যু হলে ৫০ হাজার টাকা প্রদান করা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তাঁরা

    জাবিতে হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

    ছবিসহ ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় আরাভ

    স্বামী-স্ত্রী রাস্তা পারাপারের সময় বাসচাপায় গেল স্বামীর প্রাণ

    সাভারে মানববন্ধন করায় দৃষ্টি প্রতিবন্ধীদের ওপর হামলা, আহত ৬

    খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের লোহার পাইপ পড়ে পথচারীর মৃত্যু

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের

    ব্রাজিলে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ১৩ 

    শকুন মৃত্যুর ঘটনায় বন বিভাগের মামলা

    পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১