Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

২২ হাজার কারাবন্দী বিক্ষোভকারীকে ক্ষমা ইরানের

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৩:৫২

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার জনকে ক্ষমা করেছে ইরান। ছবি: এএফপি/টুইটার ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার জনকে ক্ষমা করেছে দেশটির সরকার। সোমবার বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ। 

গত মাসের শুরুতে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভ থেকে গ্রেপ্তারসহ ‘প্রায় লাখো’ কারাবন্দীকে ক্ষমা করেছেন। এ পর্যন্ত ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে, এদের মধ্যে ২২ হাজার জন সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানান ইজেই। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গ্রেপ্তার এসব বিক্ষোভকারীর বিরুদ্ধে কখন অভিযোগ আনা হয়েছিল এবং কত দিনের মধ্যে তাঁদের ক্ষমা করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

গত বছরের সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার মানুষ। 

নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ছবি: এএফপি/টুইটার এই বিক্ষোভের কারণে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান সরকার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যমতে, ওই বিক্ষোভ চলাকালে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে। আর প্রায় ২০ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে মাহসা আমিনির মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে এলেও চলতি মাসে ইরানে আবারও ঘটে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনা। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিষ প্রয়োগের জেরে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। সম্প্রতি দেশটির বেশ কয়েটি শিক্ষাপ্রতিষ্ঠানে অজ্ঞাত কারণে শত শত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সরকারের দাবি, সম্ভবত শত্রুরা ষড়যন্ত্র করে মেয়েদের বিষ খাইয়েছে। তবে কারা বিষ প্রয়োগ করেছে তা জানা যায়নি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সীমান্তে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

    যুক্তরাষ্ট্রের আরকানসাসে টর্নেডোর তাণ্ডব, নিহত ৩ 

    ডেনমার্কে পাড়ি জমিয়ে চাকরির সুবর্ণ সুযোগ

    ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিককে গ্রেপ্তার করেছে রাশিয়া

    কলম্বিয়ার বিদ্রোহীদের হামলায় অন্তত ৯ সেনা নিহত

    চীনের নেতৃত্বে নিরাপত্তা জোটে যোগ দিল সৌদি আরব

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ