Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

না.গঞ্জে রেস্তোরাঁয় ঢুকে গুলির ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০

ঘটনার পর অভিযুক্ত বাড়ির মালিক আজাহার তালুকদারকে (৬৫) আটক করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা নারায়ণগঞ্জ চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় ঢুকে গুলি চালানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে ভুক্তভোগী রেস্তোরাঁর মালিক শুক্কুর মিয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে দুজনকে। 

মামলার আসামিরা হলেন আংগুরা শপিং কমপ্লেক্সের মালিক আজাহার তালুকদার (৬৮) এবং তাঁর ছেলে আরিফ তালুকদার মোহন (২৫)। উভয়কেই এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৯টায় চাষাঢ়া বাগে জান্নাত মসজিদসংলগ্ন ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় এই গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে আহত হন রেস্তোরাঁর ম্যানেজার শফিকুর রহমান কাজল (৫০), পথচারী ইউনুস (৩৫) এবং অভিযুক্তের মেয়ে লাকি (২৩)।

মামলায় এজাহার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮ টায় রেস্তোরাঁ মালিকের কাছে এসে পানির বিল বাবদ ১০ লাখ টাকা চান আজাহার। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তর্কবিতর্ক করেন। একপর্যায়ে বাসা থেকে একটি পিস্তল ও একটি শটগান নিয়ে এসে শুক্কুর মিয়াকে খুঁজতে থাকেন। ভয়ে দূরে সরে যান শুক্কুর মিয়া। পরে তাঁকে না পেয়ে ফাঁকা গুলি করেন আজাহার ও তাঁর ছেলে। এ সময় রেস্তোরাঁর ম্যানেজার কাজল দৌড়ে পালাতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন তাঁরা। এতে তাঁর পেটে গুলি লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তিনি দ্রুত ঘরের ভেতর আত্মগোপন করেন। 

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, সাত রাউন্ড ম্যাগাজিন লোড গুলি, একটি শটগান, একটি পিস্তলের গুলির খোসা, একটি শটগানের গুলির খোসা জব্দ করে। 

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শফিকুল ইসলাম শিকদার বলেন, ‘এই ঘটনায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।  আমরা অভিযুক্ত দুই আসামিকে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছি।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৪ 

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড