Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

চালুর ৯ দিন পর যমুনা সার কারখানার উৎপাদন আবার বন্ধ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৭

জামালপুরের যমুনা সার কারখানা। ছবি: আজকের পত্রিকা দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে। গত রোববার সন্ধ্যায় কারখানার রিফরমার টিউবে ছিদ্র দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

আজ সোমবার বিকেলে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক শহীদুল্লাহ খান এ তথ্য জানিয়ে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। পাঁচ-সাত দিনের মধ্যেই যান্ত্রিক ত্রুটি সারানো হবে। তবে এতে সারের কোনো সংকট হবে না।

কারখানা সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে যমুনার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় ১ হাজার ৩০০ টনে উৎপাদন নেমে আসে। গত বছরের জুন মাসে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। এ কারণে গত ২১ জুনে উৎপাদন বন্ধ হয়ে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৮ ডিসেম্বর আবার যমুনার উৎপাদন শুরু হয়।

অপরদিকে চলতি বছরের ২২ জানুয়ারিতে ভারতীয় বিশেষজ্ঞ মি. তানাজি এস. পন্দেকারের নেতৃত্ব একটি প্রতিনিধিদল যমুনা কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের এনজি বুস্টার কমপ্রেসর পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে মি. তানাজি এস. পন্দেকার এনজি বুস্টারের একটি ভুল বাটনে চাপ দেন। এতে বিকট শব্দে অ্যামোনিয়া প্ল্যান্ট বন্ধ হয়ে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। কয়েক দিন চেষ্টার পর ২৭ জানুয়ারি উৎপাদন শুরু হয়। এরপর গত রোববার সন্ধ্যায় কারখানার রিফরমার টিউবে ছিদ্র দেখা দেওয়ায় ফের সার উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল্লাহ খান আজকের পত্রিকাকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে যান্ত্রিক ত্রুটি সারিয়ে উৎপাদন ফেরা সম্ভব হবে। তবে সারের কোনো সংকট সৃষ্টি হবে না।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    ‘আমি সাঁতার জানি, ডুবে গেলে রক্ষার দায়িত্ব নিব’

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড