Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

এমপিরা চলছেন ইউএনও-ডিসিদের দয়ায়: দবিরুল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৭

ফাইল ছবি ডিসি-ইউএনও অনেক এলাকায় রাজত্ব চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য দবিরুল ইসলাম। তাঁর অভিযোগ—সরকারি কর্মকর্তাদের ভাবটা এমন যে, তাঁদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে এবং জনপ্রতিনিধিরা অবাঞ্ছিত ব্যক্তি। তিনি বলেন, ‘আমরা (এমপিরা) ইউএনও ও সরকারি কর্মকর্তাদের দয়ায় চলছি।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে এসব অভিযোগ করেন দবিরুল ইসলাম।

দবিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন ইউএনও, ডিসি...তাঁরাই মনে হয় দেশটার মালিক। তাঁরা যা করে সেটাই চলে। একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না...সরকারি ত্রাণ। নিজেরা আমরা কিনে দিচ্ছি।’

সরকারি ত্রাণ বিতরণের জন্য জনপ্রতিনিধি দেওয়া হয় না দাবি করে দবিরুল ইসলাম বলেন, ‘আমরা চাই...তাঁরা (সরকারি কর্মকর্তা) দয়া করে বলে লোকটারে পাঠিয়ে দিন একটা স্লিপ দিয়ে। আমি কম্বলটা দিয়ে দেব। এই হচ্ছে আমাদের অবস্থা।’

দবিরুল বলেন, ‘আমরা (এমপিরা) ইউএনও ও সরকারি কর্মকর্তাদের দয়ায় চলছি।’

আওয়ামী লীগের এই এমপি বলেন, ‘বর্তমানে আমলাতন্ত্র...আমাদের অন্যান্য এলাকায় কেমন হচ্ছে জানি না। আমার জেলায় এবং আমার এলাকায় দেখেছি ইউএনও সাহেবেরা সবকিছু করছেন। ভাবটা এই যে তাদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিল। আমরা তাদের কাছে অবাঞ্ছিত ব্যক্তি।’

দবিরুল বলেন, ‘আমরা কিছু চাইলে, কোনো কাজ করতে বললে, কোনো লোক পাঠালে আমাদের কথা শোনা হয় না। শুধু আমি না, এই সংসদে অনেকই আছেন যাদের এলাকায় সরকারি কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি। প্রকৃত ক্ষমতার মালিক তারাই।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাংলাদেশের আপত্তি যুক্তরাষ্ট্রকে জানানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    আরাভ দুবাইয়ে নজরদারিতে, গ্রেপ্তার যেকোনো সময়

    নির্বাচনী বছরে চোখ-কান খোলা রাখবে দুদক: চেয়ারম্যান

    বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ আরোপ করছে বাংলাদেশ সরকার

    রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ৬ সুপারিশ

    ইন্টারপোলের রেড নোটিশ: তালিকায় বাংলাদেশের যেসব শীর্ষ অপরাধীরা

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড