Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

৫২ ইটভাটার সবই অবৈধ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৪৪

নেত্রকোনার ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা এলাকায় পাটলি গ্রামে রেললাইনঘেঁষা ‘আরএমবি ব্রিকস’ ইটভাটা । সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা নেত্রকোনায় মোট ৫২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৭টিই অবৈধ। বৈধ ইটভাটার সংখ্যা পাঁচ। সেগুলোরও ছাড়পত্র নবায়ন নেই। অর্থাৎ জেলার সব কটি ইটভাটাই অবৈধ। নিয়মনীতি না মেনে যত্রতত্র গড়ে উঠেছে এসব ভাটা। এতে ঝুঁকিতে রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, এসব ইটভাটায় কয়লার বদলে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। এতে বন-জঙ্গল উজাড় হচ্ছে। কিন্তু সংশ্লিষ্টরা এসব দেখেও না দেখার ভান করছে। তবে প্রশাসন বলছে, অভিযান চলমান। দ্রুত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, নিয়ম না মানায় জেলার অধিকাংশ ইটভাটার ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর। অনেকগুলোর নামে মামলাও দেওয়া হয়েছে। পরে আপিল করে বা নানা কৌশল অবলম্বন করে এসব ইটভাটার কার্যক্রম ফের শুরু করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ৫২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৭টিই অবৈধ। নিয়ম না মানায় এগুলোর ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর। বৈধ পাঁচটিরও ছাড়পত্র নবায়ন নেই। তারা ছাড়পত্র নবায়নে আবেদন করেছে। তবে নবায়ন না হলেও সেগুলোর ছাড়পত্র এখনো বাতিল হয়নি। অবৈধ ১২টি ইটভাটা ভ্রাম্যমাণ আদালত চালিয়ে পুরোপুরি বন্ধ করা হয়েছে। ৩১টি ইটভাটার বিরুদ্ধে নেত্রকোনা বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। আটটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। সম্প্রতি ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা জরিমানাও 
করা হয়েছে।

ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা এলাকায় পাটলি গ্রামে রেললাইন ঘেঁষে আরএমবি ব্রিকস ইটভাটা স্থাপন করেছেন আবুল খায়ের আকন্দ টিটু। রেললাইনের ৫০ মিটারের মধ্যে ইটভাটা স্থাপন করায় পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র বাতিল করে তাঁর বিরুদ্ধে মামলা করেছে।

টিটু বলেন, ‘ইটভাটা স্থাপনের সময় পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে। তখন ছাড়পত্র না দিলে তো ইটভাটা স্থাপন করতে পারতাম না।এখন তো অনেক ইনভেস্ট করা হয়ে গেছে। চাইলেই সহজে বন্ধ করে দেওয়া সম্ভব নয়। এতে অনেক লোকসান হবে। তাই আমি মামলার বিষয়ে আপিল করেছি। আশা করছি আপিলে ইটভাটা পরিচালনার পক্ষে রায় পাব।’

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। কতগুলো বন্ধ করা হয়েছে। বিভাগীয় কার্যালয়ে কয়েকটির তালিকা পাঠানো হয়েছে অভিযান পরিচালনার জন্য।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। সম্প্রতি কলমাকান্দায় চারটি ভাটায় অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। খুব শিগগির অবৈধ সব কটিতে অভিযান চালানো হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আ.লীগে প্রার্থীজট, নির্ভার বিএনপি

    ভোটের মাঠে

    শেরপুর-২: মতিয়ার আসনে নির্ভার আ.লীগ

    আরাভ বিভিন্ন বয়সী মেয়েদের দিয়ে যৌন ব্যবসা করতেন: স্ত্রীর জবানবন্দি

    ধাওয়ার পর পুলিশের গুলি, কোপায় এমপি ফিরোজের লোকেরা

    ৩ দিন আটক রেখে আরাভকে ছেড়ে দিয়েছিল পুলিশ

    ঘোষণাতেই নদের দখল উচ্ছেদ

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড