Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

মোহনগঞ্জে সাবেক ইউপি সদস্যের দরজার সামনে কাফনের কাপড়, এলাকায় আতঙ্ক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৫:৫৭

বাড়ির দরজার সামনে রেখে যাওয়া কাফনের কাপড়। ছবি: আজকের পত্রিকা নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ঘরের দরজার সামনে কে বা কারা কাফনের কাপড় রেখে যায়। গতকাল শনিবার ভোরে ঘরের দরজা খুলে কাফনের কাপড় দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ওই বাড়ি পরিদর্শনের পর অপরাধীকে শনাক্তের চেষ্টা করছে।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার ভোরে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নিহারা গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিমের ঘরের সামনে কাফনের কাপড় পাওয়া যায়।

সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম বলেন, ‘শনিবার ভোরে ফজরের নামাজের প্রস্তুতির জন্য ঘরের দরজা খোলেন আমার স্ত্রী। এ সময় বারান্দার একটি চেয়ারে পলিথিন মোড়ানো কাফনের কাপড় দেখতে পান তিনি। কাফনের কাপড় দেখে তিনি ভয়ে চিৎকার দেন। এ খবরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি নিজেও ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। পরে শনিবার দুপুরে তিনি কাফনের কাপড় থানায় নিয়ে যান।

আবদুল হাকিম আরও বলেন, ‘কিছুদিন আগে এলাকার একটি ছেলে খুন হয়েছে। খুনিকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই ঘটনা তদন্তে ভুক্তভোগী পরিবারকে সহযোগিতা করেছিলাম। মনে হচ্ছে, ওই খুনির সহযোগীদের কেউ এমনটা করে থাকতে পারে।’

জয়পুর গ্রামের জাকির হোসেন পাবেল বলেন, ‘গত ডিসেম্বরে আমার শ্যালক শরীফ খুন হয়। এ ঘটনায় গ্রামের মাজহারুল নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খুনের ঘটনায় মেম্বার আবদুল হাকিম আমাদের পাশে ছিলেন। তাই তাঁর প্রতি ক্ষুব্ধ হয়ে কেউ এমন কাজ করে থাকতে পারে।’

জাকির হোসেন পাবেল আরও বলেন, কয়েক দিন আগে একটা খুন হয়েছে এই গ্রামে। এখন আবার কাফনের কাপড় পাওয়া গেছে। সব মিলিয়ে এলাকায় এখন বাজারে সন্ধ্যার পর কেউ থাকছে না। এমনকি ঘরেও মানুষ ভীত অবস্থায় রয়েছে।

এ বিষয়ে জানতে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

মোহনগঞ্জ থানার এসআই মো. জসিম বলেন, কাফনের কাপড় পাওয়ার পর এলাকার মানুষ কিছুটা ভয়ে রয়েছে। তবে তাদের আশ্বস্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা-মোহনগঞ্জ) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এতে ভয়ের কিছু নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

    নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, শহরজুড়ে উত্তেজনা 

    টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

    পাকিস্তানে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু

    মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

    এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি: আমীর খসরু

    নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ