Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: আখাউড়ায় আইনমন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৫:২৩

আনিসুল হক। ফাইল ছবি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা সম্পূর্ণভাবে লেখা আছে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার সকালে তাঁর সংসদীয় এলাকা সফরে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি সম্পর্কে আইনমন্ত্রী বলেন, একটা গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের কোনো আপত্তি নেই। কারণ, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। বাংলাদেশে আওয়ামী লীগ গণতন্ত্র স্থাপন করেছে।

আনিসুল হক আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। এ সময় আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, আখাউড়া-কসবা সার্কেল (অতিরিক্ত) নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়াসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সেখান থেকে আনিসুল হক বিভিন্ন কর্মশালায় অংশ নিতে তাঁর সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চলে যান। আজ বিকেলে আন্তনগর মহানগর গোধূলি ট্রেনযোগে মন্ত্রীর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাক্‌স্বাধীনতা ভোগ করে বিএনপি মনগড়া অপপ্রচার করছে: কাদের

    বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে ইসির চিঠি

    বিএনপির প্রচেষ্টা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা: মুক্তিযুদ্ধ মন্ত্রী

    নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না: শাজাহান খান

    নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের কারণ জানতে চেয়ে ডিএমপিতে বিএনপি

    আমেরিকান অ্যাম্বাসেডরকে বলে এসেছি, তত্ত্বাবধায়কে ফেরা সম্ভব না: ওবায়দুল কাদের

    লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

    অশান্তি সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী

    ইফতার বিক্রিতে ব্যস্ত মাহিয়া মাহি

    আগৈলঝাড়ায় বাবা-ছেলের ইসলাম ধর্ম গ্রহণ

    ‘বাজারে যাইতে ভয় করে’

    চোখে আঘাত পাওয়া রাবির ৩ শিক্ষার্থীর বিদেশে চিকিৎসার খরচ দেবে প্রশাসন